Big Fish: সংকোশের ঘোলা জলে জাল ফেলতেই এ কী উঠল...? ভয়ঙ্কর দৈত্যের মতো চেহারা, বিশাল হাঁ মুখ! তোলপাড় আলিপুরদুয়ার
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Big Fish: জামাইষষ্ঠীর আগের দিন অসম-বাংলা সীমানা ঘেঁষা আলিপুরদুয়ার জেলার সংকোশ নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল পাঁচ ফুট, চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় ৪৫ এবং ৫০ কেজি ওজনের বাঘা আড়মাছ।
আলিপুরদুয়ার: জামাইষষ্ঠী বাজারে ইলিশ মাছের দামে আগুন। এবারে জামাইয়ের খাবারের থালায় ‘বাঘা আড়’ মাছ দিতে চাইছেন শাশুড়িরা। কারণ সংকোশ নদী থেকে পাওয়া গিয়েছে এই দুটি বাঘা আড় মাছ। সংকোশ নদীর ঘোলা জলে এদিন ধরা পড়েছে বিশালাকৃতির বাঘা আড়।
ভুটান পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বেশির ভাগ নদী গুলিই ঘোলা জলে কিছুটা ফুলে ফেঁপে উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রেই নদীর জল ঘোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার ধুম লেগে যায়। শনিবার সকালে জামাইষষ্ঠীর আগের দিন অসম-বাংলা সীমানা ঘেঁষা আলিপুরদুয়ার জেলার সংকোশ নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে পাঁচ ফুট, চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় ৪৫ এবং ৫০ কেজি ওজনের বাঘা আড়মাছ।
advertisement
আরও পড়ুনঃ পেটে গেলেই কুরে কুরে খায় ‘এঁদের’ লিভার! আজই করলা-উচ্ছে খাওয়া বন্ধ করা উচিৎ কাদের? নচেৎ শরীরের দফারফা
ঘটনার খবর চাউর হতেই মাছকে দেখার জন্য এলাকারই উৎসাহ জনতা ভিড় জমান মাছ দেখতে। জানা গিয়েছে, এর আগেও বেশ কিছু বাঘা আড় ধরা পড়ে ছিল এই নদী থেকে। এদিন এছাড়াও বিভিন্ন মাছও ধরা পড়ে জালে।নদীতে প্রতিবছরই মাঝে মধ্যেই ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে।
advertisement
advertisement
বাঘা আড় মাছ ধরা পড়ার খবর শুনে অসমের কোকরাঝার জেলার সাপকাটা এলাকার আব্দুল হাই নামে এক মাছ ব্যাবসায়ী সর্বোচ্চ ৩৫ হাজার টাকা দর দিয়ে কিনে নিয়ে যায় একটি বিশালাকৃতির মাছ। তিনি জানান, “জামাইষষ্ঠীর আগে জমজমাট খবর শুনে আমি ছুটে আসি এলাকায়। এরপর ৩-৪ জন মিলে মাছ মোটরসাইকেলে বেঁধে নিয়েছি।” আরেকটি মাছ এলাকায় বিক্রি করা হয়। ক্রেতারা ৭০০-৭৫০ টাকা কেজি দরে সেই মাছ কিনেছেন।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2025 4:02 PM IST