Smuggling Takshak: জ্যান্ত তক্ষক পাচার করতে গিয়ে বনকর্মীদের হাতে ধৃত ২
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Smuggling Takshak: বন বিভাগের তরফে জানা গিয়েছে, ধৃত কাজী সৈকত এর আগেও বন্যপ্রাণ পাচারের কাজে যুক্ত ছিল। সেই অভিযোগে তার সাজা হয়েছিল
আলিপুরদুয়ার: আইন ভেঙে জ্যান্ত তক্ষক পাচার করতে গিয়ে বনকর্মীদের হাতে গ্রেফতার হল দু’জন।দু’জনেই আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। ধৃতদের বাড়ি ফালাকাটায়। বন কর্মীরা দু’জনকেই ফালাকাটার কুঞ্জনগর পার্ক থেকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: আচমকা গ্রামের ভেতর ঘুরছে লাল রঙের রহস্যময় গাড়ি! তারপর যা ঘটল জগৎবল্লভপুরে
জ্যান্ত তক্ষক সহ ধৃতদের নাম কাজী সৈকত ও আশরাফ আলি। জলদাপাড়া বন বিভাগের তরফে জানা গিয়েছে কাজী সৈকত এর আগেও বন্যপ্রাণ পাচারের কাজে যুক্ত ছিল। সেই অভিযোগে তার সাজা হয়েছিল। সে ফের এই কাজ করতে গিয়ে ধরা পড়ল।
advertisement
উত্তর-পূর্ব ভারতের মনিপুর ও প্রতিবেশী দেশ ভুটানে তক্ষকের চাহিদা আছে। সেই কারণেই উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল থেকে তক্ষক ধরে পাচার করার চক্র সক্রিয়। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত অসম হয়ে মনিপুরে এই তক্ষক পাচার করত। তবে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তাদের ধরা হয়। এই তক্ষকটি তারা কারোর বাড়ি থেকে ধরেছিল বলে খবর।
advertisement
advertisement
উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার গ্রামাঞ্চলের বেশিরভাগ বাড়িতেই তক্ষক দেখতে পাওয়া যায়। এদিন বন বিভাগের তরফে দুই অভিযুক্তকে আদালতে তোলা হয় বলে জানান ডিএফও প্রবীণ কাসোওয়ান।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2024 1:44 PM IST