Alipurduar News: আচমকা জল বাড়ল নদীতে, স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর-কিশোরী! উদ্ধার দু'জনের নিথর দেহ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল দুজন কিশোর কিশোরীর
আলিপুরদুয়ার: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল দুজন কিশোর কিশোরীর। ভারত-ভুটান সীমান্ত জয়গাঁর ছোট মেচিয়াবস্তির তোর্ষা নদীতে স্নান করতে যান মিঠুন বর্মন (১৫) ও দেবী বর্মন (১৬)। তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। হঠাৎ করেই নদীর জল বেড়ে যায়। বাকিরা নদীর পাড়ে চলে আসতে সক্ষম হলেও, আচমকাই তলিয়ে যায় মিঠুন বর্মন।
তাকে হাত ধরে টেনে আনতে গিয়েছিল মিঠুনের দাদার শ্যালিকা দেবী বর্মন। কিন্তু তা আর পারেনি সে দুই পরিবারের চোখের সামনে তলিয়ে যায় ওই দুই কিশোর কিশোরী।এরপর পরিবারের সদস্যরা নদীর গতিপথ চিন্তা করে প্রথমে বড় মেচিয়াবস্তিতে আসেন। কিন্তু সেখানে পাওয়া যায় না ওই দুই কিশোর কিশোরীকে। এরপর ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দল সিংপাড়া রণবাহাদুর বস্তিতে তোর্ষা পাড়ে চলে আসেন মিঠুন বর্মনের দাদা মিঠু বর্মন ও তার বন্ধুরা। এখানে এসে দেখেন ভিড় জমেছে তোর্ষা পাড়ে।
advertisement
আরও পড়ুন: আজব কাণ্ড উত্তরবঙ্গে! উঁচু হয়ে যাচ্ছে নদী, মিশে যাচ্ছে রাস্তায়! আতঙ্কে রাতের ঘুম উড়ছে বাসিন্দাদের
advertisement
ভিড় সরিয়ে দেখেন তার ভাই এবং তার শ্যালিকাকে পাড়ে পড়ে থাকতে। এরপর খবর দেওয়া হয় জয়গাঁ থানার পুলিশকে। পুলিশ এসে তাঁদের দুজনকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানান দুজনেই মারা গিয়েছেন। এই খবরে শোকে ভেঙে পড়েছে দুই পরিবারের সদস্যরা। মৃত মিঠুন বর্মনের দাদা, মিঠু বর্মন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি বুঝে উঠতেই পারছেন না কি হয়ে গেল। মৃত মিঠুন বর্মন দের বাড়ি জয়গার বাসস্ট্যান্ড এলাকায়। তার দাদা শ্বশুরবাড়ি জয়গাঁর ছোট মেচিয়া বস্তি এলাকায়। শ্বশুরবাড়িতে আত্মীয়দের আসার কথা শুনে মিঠু বর্মন তার স্ত্রী ও তার ভাইকে নিয়ে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর তারা তোর্ষা নদীতে স্নান করতে নামেন তারা। মিঠু বর্মনের সঙ্গে ছিলেন তার ভাই মিঠুন বর্মন, তার শ্যালিকা দেবী বর্মন ও তার শ্বশুরবাড়ির পাঁচজন সদস্য। নদীর পাড়ের কাছে জল কম থাকায় সেখানে স্নান করছিলেন তারা। হঠাৎ জল বাড়তে দেখে মিঠু বর্মন তার ভাইকে উঠে যেতে বলে নিজেও পাড়ে উঠে আসেন। কিন্তু ততক্ষণে নদীর স্রোতের কবলে পড়ে গিয়েছে তার ভাই মিঠুন বর্মন। মিঠু বর্মনের শ্যালিকা দেবী বর্মন ভেবেছিল হাত ধরেই টেনে আনা যাবে মিঠুনকে। কিন্তু তা আর হল না। অকালে প্রাণ ঝরলো দুই কিশোর কিশোরীর।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 2:50 PM IST

