Siliguri News: ইউটিউব দেখে শেখা! ১২ বছর বয়েসে দুর্গা প্রতিমা বানিয়ে অবাক করেছে এই খুদে
- Reported by:ANIRBAN ROY
- local18
- Published by:Debolina Adhikari
Last Updated:
পড়াশোনার ফাঁকে বসে বসে সে মূর্তি বানানোর কাজ করে চলেছে। তার হাতের কাজ এত নিখুঁত যে না দেখলে বিশ্বাস করা যায় না।
শিলিগুড়ি : ইউটিউব দেখে শিখে মাত্র ১২ বছর বয়েসে দুর্গা প্রতিমা বানিয়ে গোটা শহরকে অবাক করছে শিলিগুড়ির খুদে । শিলিগুড়ির ভানু নগরের বাসিন্দা স্বস্তিক দাস। সেবক রোডের সারদা শিশু তীর্থ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে। পড়াশোনার ফাঁকে বসে বসে করে চলেছে মূর্তি বানানোর কাজ।
তার হাতের কাজ এত নিখুত যে না দেখলে বিশ্বাস করা যায় না। এঁটেল মাটি, বাঁশের টুকরো হাতে রং তুলি নিয়ে তিনি তৈরি করে ফেলেছেন মা দুর্গার মূর্তি৷ একইসঙ্গে রয়েছে লক্ষী,গণেশ, সরস্বতী, কার্তিক। তবে অবাক করা বিষয় হল এগুলি সে সবটাই শিখেছে ইউটিউব দেখে।
আরও পড়ুন: হু হু করে ঝরবে ওজন, দূর হবে কোষ্ঠকাঠিন্য, বদ হজমের সমস্যা, প্রতিদিন খান এই ম্যাজিক পানীয়
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব দেখে যে কেউ এত সুন্দর সৃষ্টি করতে পারে তা স্বস্তিকের তৈরি দুর্গামূর্তি না দেখলে হয়তো বিশ্বাস হবে না। সে জানায়, ও যখন ঠাকুমার সঙ্গে পুজো দেখতে বেরোত, ঠিক তখন মূর্তিগুলো দেখে ও অবাক হয়ে যেত৷ কি করে এই মূর্তি তৈরি হয় জানতে ভীষণ ইচ্ছা করতো।
advertisement
সেই কৌতুহল থেকেই বাড়িতে এসে ইউটিউব ঘাঁটতেন এই ছোট্ট খুদে। ব্যস, তারপর একদিন মাটি, বাঁশের টুকরো নিয়ে বসে পড়া। রোজ স্কুল থেকে এসে যে ফাঁকা সময় টুকু পায় সেই সময়টুকুতে স্বস্তিক মূর্তি তৈরি করে৷ অবশেষে যখন দুর্গামূর্তি পুরোপুরি গঠন হয়ে যায় তা দেখে অবাক সকলেই।
স্বস্তিক বলে,’ ঠাকুরের প্রতি আমার ভীষণ ভালোবাসা রয়েছে। আমার বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে৷ আমি রোজ পুজো দিই। এর আগে যখন দুর্গাপুজো দেখতে বেরোতাম তখন থেকেই মূর্তি তৈরির ইচ্ছা মনে আসে। তারপর আমি এই মূর্তি বানানোর কাজ শুরু করে দিই। বাবা আমাকে সমস্ত রকম সাহায্য করে৷ আমি যখনই যে জিনিসটাই চেয়েছি তখন সেভাবেই আমাকে সেই জিনিসটা দিয়েছে। তাই সেরকমভাবে কোন সমস্যা হয়নি।’
advertisement
স্বস্তিকের ইচ্ছে রয়েছে আগামী দিনে আরো ভাল কিছু তৈরি করার।’
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2024 10:54 PM IST








