আদিবাসী এলাকায় সভা শুরু তৃণমূল কংগ্রেসের! 'রেকর্ড আদিবাসী সভা', বললেন মন্ত্রী
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
TMC || ইটাহারের পরে এবার সভা উত্তরের বাকি জেলায়।
#ইটাহার: আদিবাসীদের নিয়ে সভায় ভিড় দেখে খুশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই দলের নির্দেশে আদিবাসী এলাকায় সভার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল৷ শনিবার আদিবাসীদের নিয়ে একটা সভা হয় ইটাহারে। গত কয়েক বছরে আদিবাসী এলাকায় তৃণমূল কংগ্রেস আদিবাসীদের জন্য কী কী কাজ করেছে, তারই প্রচার করা হচ্ছে এই সভা থেকে৷ 'আমার দেখা উত্তরবঙ্গের সবচেয়ে বড় রেকর্ড আদিবাসী সভা' বললেন মন্ত্রী বিপ্লব মিত্র।
ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত হল আদিবাসী সভা। কয়েকমাস আগে মোশারফ হোসেনকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো চারটি জেলা উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ সাংগঠনিক দায়িত্ব দিয়েছিলেন। তাই এই ইটাহার থেকেই এই সভাগুলি শুরু করা হয়েছে। সভায় মূল বক্তব্য তুলে ধরা হয়েছে এই বলে যে, আদিবাসীদের বিজেপি ভুল বোঝাচ্ছে। সারি ও সারনা ধর্মের কোড নিয়ে এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস আদিবাসী বিরোধী এই প্রচারের বিরোধিতা করে সভা শুরু হল।
advertisement
advertisement
আরও পড়ুন: ৩৭০০ কেজি বিস্ফোরক ঠেসে দেওয়া হবে ট্যুইন টাওয়ারে, বহুতল গুঁড়িয়ে যাবে ১৫ সেকেন্ডে! অপেক্ষা শুরু
বিধায়ক মোশারফ হোসেন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আদিবাসীতে প্রায় ১৫০০০ আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং ২২৭৫ জন বিজেপি আদিবাসী ভোটার যোগদান করেন তৃণমূল কংগ্রেসে।উত্তরের বাকি অংশে আদিবাসী এলাকায় মমতা বন্দোপাধ্যায়ের কাজের সাফল্য তুলে ধরবে দল। আদিবাসীদের উন্নয়নে তিনি কী কী কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরা হবে। তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভুল বোঝাচ্ছে বিজেপি-এই বার্তাও দেবে শাসক দল। শীঘ্রই প্রচার শুরু হবে উত্তরের বাকি জেলা থেকে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরের আদিবাসী এলাকায় সভার আয়োজন করতে বলা হয়েছে৷ বীরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মান্ডিকে নিয়ে সভা হবে আদিবাসী এলাকায়। সারি ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রকে পাঠানো চিঠি দেখানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2022 1:07 PM IST