North Dinajpur News: বাজিবাজারে কোন বাজির চাহিদা এবার তুঙ্গে? দামই বা কত? জানুন
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Fire crackers on Kali Puja 2024: প্রদীপ, মোমবাতির পাশাপাশি বাজারে দেদার বিক্রি শুরু হয়েছে আতসবাজি। তবে পরিবেশবান্ধব বাজির সামগ্রী নিয়ে রায়গঞ্জে উদ্বোধন হল সবুজ বাজিবাজারের, যেখানে রয়েছে ৫০টি স্টল।
উত্তর দিনাজপুর: বাজিবাজারে কোন বাজি গুলোর চাহিদা এবার তুঙ্গে জানেন? আলোর উৎসব দীপাবলি। প্রদীপ, মোমবাতির পাশাপাশি বাজারে দেদার বিক্রি শুরু হয়েছে আতসবাজি। তবে পরিবেশবান্ধব বাজির সামগ্রী নিয়ে রায়গঞ্জে উদ্বোধন হল সবুজ বাজিবাজারের, যেখানে রয়েছে ৫০টি স্টল।
জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ স্টেডিয়ামে বসেছে পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের আতসবাজির স্টল। কালীপুজো উপলক্ষে এই আতসবাজির চাহিদাও তুঙ্গে। পরিবেশ বান্ধব বাকিগুলোর মধ্যে এবারে দেদার বিকোচ্ছে চড়কি থেকে শুরু করে তুবড়ি, রঙমশালের মতো আতশবাজি ছাড়াও এবারে বাজারে জনপ্রিয় আরও কিছু বাজি। কী কী বাজি রয়েছে এবারের?
advertisement
advertisement
বাজারে এবার চাহিদা তুঙ্গে ড্রোনের আকারে তৈরি বাজি। আগুন দিলেই ড্রোনের মতো আকাশে উড়ে যাবে এই বাজি। ক্যামেরা বাজির চাহিদাও প্রচুর রয়েছে এবার দীপাবলিতে। বাজি বাজারের এবারের অন্যতম আকর্ষণ ক্যামেরা বাজি। সেই বাজিতেই আগুন দিলেই ক্যামেরার ফ্ল্যাশের মত আলো জ্বলবে।
advertisement
ক্রেতারা দারুণ উৎসাহের সঙ্গে বাজি কিনছেন। তবে ক্রেতাদের একাংশের অভিযোগ, বাজারে নতুনত্ব বাজি এলেও বাজির দাম আকাশছোঁয়া। ফলে ইচ্ছে থাকলেও দামের ছেঁকায় নতুন বাজি কেনা সম্ভব হচ্ছে না অনেকের পক্ষে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2024 4:18 PM IST