লাইনে চাকা আটকে বিপত্তি, ব্যাহত ট্রেন পরিষেবা

যদি কোনও কারণে আপনার টিকিটটি হারিয়ে যায় ৷ সেক্ষেত্রে অনলাইনে আরও একটি ডুপ্লিকেট টিকিট ডাউনলোড করে আপনি নির্ধারিত ট্রেনের নির্দিষ্ট আসনে বসেই ট্রাভেল করতে পারেন ৷

যদি কোনও কারণে আপনার টিকিটটি হারিয়ে যায় ৷ সেক্ষেত্রে অনলাইনে আরও একটি ডুপ্লিকেট টিকিট ডাউনলোড করে আপনি নির্ধারিত ট্রেনের নির্দিষ্ট আসনে বসেই ট্রাভেল করতে পারেন ৷

  • Last Updated :
  • Share this:

    #মালদহ: বুধবার রাত থেকে মালদহে ট্রেন চলাচল ব্যাহত। সকাল থেকে ফের শুরু হয় ট্রেন চলাচল। রাতভর বিভ্রাটের জেরে পরিষেবায় বিঘ্ন। একাধিক ট্রেন এখনও দেরিতে চলছে।

    মালদহ টাউনে আটকে গৌড় লিংক এক্সপ্রেস। দেরিতে চলছে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস। পরিষেবা স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানা গিয়েছে ৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন ৷

    লাইনে ডিএমইউ ট্রেনের চাকা আটকে গিয়ে বিপত্তি ঘটে । সামসি-মালাহারের মাঝে বিপত্তি দেখা দেয় । গতরাতে আটকে যায় ট্রেনের চাকা। সকালে আটকে থাকা ট্রেনটি সরানো হয়।

    First published:

    Tags: Train Services Disrupted, Train Services In Malda