#মালদহ: বুধবার রাত থেকে মালদহে ট্রেন চলাচল ব্যাহত। সকাল থেকে ফের শুরু হয় ট্রেন চলাচল। রাতভর বিভ্রাটের জেরে পরিষেবায় বিঘ্ন। একাধিক ট্রেন এখনও দেরিতে চলছে।
মালদহ টাউনে আটকে গৌড় লিংক এক্সপ্রেস। দেরিতে চলছে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস। পরিষেবা স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানা গিয়েছে ৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন ৷
লাইনে ডিএমইউ ট্রেনের চাকা আটকে গিয়ে বিপত্তি ঘটে । সামসি-মালাহারের মাঝে বিপত্তি দেখা দেয় । গতরাতে আটকে যায় ট্রেনের চাকা। সকালে আটকে থাকা ট্রেনটি সরানো হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।