Train Accident: মালদহে কাজে ‌ফেরা হল না! ‌পথেই সব শেষ...! ট্রেন দুর্ঘটনায় মৃত্যু আবগারি এসআইয়ের

Last Updated:

Train Accident: ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আটজনের, তাদের মধ্যে রেলের কর্মী রয়েছেন দুজন, একজন আবগারি সাব ইন্সপেক্টর বলে জানা গেছে বাকিদের পরিচয় এখনও জানা যায়নি

মৃত আবগারির সাব ইন্সপেক্টর 
মৃত আবগারির সাব ইন্সপেক্টর 
মালদহ: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দূর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন একজন লোকো পাইলট ও একজন ট্রেনের গার্ড। এছাড়াও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাধারণ কামরায় থাকা বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ২৫ জন যাত্রী। প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত যাত্রীদের মধ্যে একজন রাজ্য আবগারি দফতরের সাব ইন্সপেক্টর ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি কালিম্পং জেলায়। তিনি মালদহের মানিকচক আবগারি সার্কেলে কর্মমরত ছিলেন। রেল ও আফগারি দফতর সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সেলব শুব্বা। ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে মালদহে কর্মক্ষেত্রে যোগদান করতে আসছিলেন। পথেই শিলিগুড়ির রাঙাপানি সংলগ্ন এলাকায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। মালগাড়িটি পেছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ট্রেনেই সাধারণ কামরায় অনান্য যাত্রীদের সঙ্গে ছিলেন আফগারির ওই সাব ইন্সপেক্টর। দূর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে।
advertisement
এখনও পর্যন্ত মৃত অন্যান্য যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি। ট্রেনের সাধারণ কামড়ার যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তথ্য পেতে কিছুটা হলেও সমস্যা তৈরি হয়েছে। যদিও রেলের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Train Accident: মালদহে কাজে ‌ফেরা হল না! ‌পথেই সব শেষ...! ট্রেন দুর্ঘটনায় মৃত্যু আবগারি এসআইয়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement