উৎসবের সময় সপ্তাহের সব দিন পাহাড়ে চলবে টয় ট্রেন

Last Updated:

পাহাড়ে টয় ট্রেন। আগে ছিল শুধু ছুটির দিনে। উৎসবের সময় চলবে সপ্তাহের সব দিন।

#শিলিগুড়ি: পাহাড়ে টয় ট্রেন। আগে ছিল শুধু ছুটির দিনে। উৎসবের সময় চলবে সপ্তাহের সব দিন। জঙ্গলের বুক চিরে। শিলিগুড়ি জংশন থেকে তিনধরিয়া পর্যন্ত। স্পেশাল এই রাইডের নাম জঙ্গল সাফারি।
পাহাড়ে টানা অচলাবস্থা। প্রায় ৬ মাস থমকে ছিল টয় ট্রেন। সেটা কাটতেই আবার চেনা মেজাজে টয় ট্রেন। শিলিগুড়ি থেকে শুরু। প্রথম স্টপেজ সুকনা। সময় কিন্তু মাত্র ১৫ মিনিট। এরমধ্যেই দেখে নিতে হবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ফোটো গ্যালারি। সেখান থেকে আবার মহানন্দা অভয়ারণ্য পেরিয়ে আঁকাবাঁকা পথ পেরিয়ে রংটং হয়ে তিনধরিয়া। সেখানে সারাদিন আড্ডা, খাওয়াদাওয়ার পর আবার ব্যাক টু শিলিগুড়ি।
advertisement
শুধু জঙ্গল সাফারি নয়। পিকনিক। বার্থ ডে পার্টি। অ্যানিভার্সারি। যে কোনও গেট টুগেদারের জন্য বুক করা যাবে ট্রেন। তবে চাটার্ডে সাফারির জন্য খরচটাও বেশি পড়বে। প্রায় ৩০ হাজার টাকা। আর বলতেও হবে ৫দিন আগে। তবে উদ্যোগ সফল হলে ভবিষ্যতে স্টিম ইঞ্জিনের ট্রেন চালানোরও পরিকল্পনা রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষের।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উৎসবের সময় সপ্তাহের সব দিন পাহাড়ে চলবে টয় ট্রেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement