মহার্ঘ পেট্রোল-ডিজেল, উত্তরবঙ্গে বেড়াতে এসে বিপদে দেশি-বিদেশি পর্যটকরা

Last Updated:

জ্বালানির জ্বালায় চড়ছে পারদ। বাড়ছে ভোগান্তি। পেট্রোল, ডিজেলের ঝাঁঝে এবার বিপাকে দেশি-বিদেশী পর্যটকরা । বাজেটে টান । শিকেয় প্ল্যানিং ।

শিলিগুড়ি: জ্বালানির জ্বালায় চড়ছে পারদ। বাড়ছে ভোগান্তি। পেট্রোল, ডিজেলের ঝাঁঝে এবার বিপাকে দেশি-বিদেশী পর্যটকরা । বাজেটে টান । শিকেয় প্ল্যানিং । গাড়ি থেকে হোটেল । সবকিছুর ভাড়া দ্বিগুণ । উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে নাভিশ্বাস পর্যটকদের।
গরমের ছুটিতে দার্জিলিং এখন হট ফেভারিট । ভিড় লামাহাটা, রিশপ, কালিম্পং, কার্শিয়ং, ইচ্ছেগাও, সিলেরিগাঁও, ঝাণ্ডিতেও । জমজমাট সিকিম, ডুয়ার্সও । দীর্ঘদিনের প্ল্যানিং । বাজেট ম্যানেজমেন্ট । সব সেরে ট্রেনে এনজেপি বা শিলিগুড়ি জংশন । নেমেই ধাক্কা । পাহাড়ে যাওয়ার গাড়িভাড়া দ্বিগুণ । কোথাও আবার তিনগুণ । দরদামের জায়গা নেই । মূহূর্তে বেড়াতে যাওয়ার প্ল্যানের দফারফা । সরকারিভাবে ভাড়া বাড়েনি । তার আগেই মাত্রারিক্ত ভাড়ার চাপে বিপাকে পর্যটকরা ।
advertisement
গাড়ি থেকে হোটেল । সব জায়গাতেই বাজেট ফেল। আট-দশ হাজারের বাজেট বেড়ে দাঁড়াচ্ছে কুড়ি-পঁচিশ হাজারে । টান পড়ছে পকেটে । গাড়ি ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করেছেন ট্রাভেল অপারেটররাও ।
advertisement
পাহাড়ে শেষ গাড়ি ভাড়া বেড়েছিল ২০০৮ সালে । পেট্রোল, ডিজেলের দাম আকাশ ছোয়ার পর এবার ভাড়া বাড়ানোর পক্ষে সওয়াল করছেন ট্যুর অপারেটররাও । পর্যটনমন্ত্রীর অবশ্য দাবি, রাস্তায় নেমে আন্দোলন করে চাপ বাড়িয়ে জ্বালানির দাম কমাতে হবে ।
advertisement
তবে, বাঙালির তো পায়ের তলায় সর্ষে । আগুন দামে পকেট পুড়লেও বেড়ানোর নেশা সহজে কাটছে না । বাজেটেই শুধু যা একটু কোপ পড়বে ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মহার্ঘ পেট্রোল-ডিজেল, উত্তরবঙ্গে বেড়াতে এসে বিপদে দেশি-বিদেশি পর্যটকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement