Darjeeling News: বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়াই কাল হল...! দার্জিলিং গিয়েই সব শেষ, কান্নায় আছড়ে পড়ছে পরিবার
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
এ নিয়ে গত ৩ মাসে ৭ পর্যটকের মৃত্যু হল পাহাড়ে।
জলপাইগুড়ি: ফের পাহাড়ে বেড়াতে এসে মৃত্যু এক বাঙালি পর্যটকের। মৃতের নাম অমিয়নাথ ঘোষ (৫৫)। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তিনি তার পরিবার এবং বন্ধুদের সাথে দার্জিলিং এবং কালিম্পং বেড়াতে আসেন। গতকাল গভীর রাতে আচমকা শারিরীক অসুস্থতা বোধ করেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে দার্জিলিং জেলা হাসপাতালে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকেরা।
এর কিছুদিন আগেই এক পর্যটকের মৃত্যু হয়। বর্ধমান থেকে কালিম্পংয়ে এসেছিলেন তিনি। কালিম্পং থেকে গিয়েছিলেন সিটংয়ে। সিটংয়ের হোমস্টেতে আচমকা অসুস্থ হয়ে পড়েন রাজনারায়ণ, তবে সেদিন তেমন বিপত্তি না ঘটায় শুয়ে পড়েন তিনি। পরের দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার আগে হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি। তাঁকে দ্রুত স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া গেলেও বাঁচানো যায়নি।
advertisement
আরও পড়ুন: লিভ ইন করলে ভরতে হবে ১৬ পাতার ফর্ম, জানাতে হবে অতীত সম্পর্কের কথা! নতুন নিয়ম উত্তরাখণ্ডে
advertisement
এ নিয়ে গত ৩ মাসে ৭ পর্যটকের মৃত্যু হল পাহাড়ে। জিটিএর স্বাস্থ্য বিভাগের সভাসদ রাজেশ চৌহান যান হাসপাতালে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 4:33 PM IST