Siliguri News: নিউ ইয়ারে ঘুরতে যাবেন ভাবছেন? ভাল প্যাকেজ পেতে চলে আসুন ট্যুরিজম ফেয়ারে

Last Updated:

শিলিগুড়িতে আয়োজিত এই পর্যটন মেলায় যোগ দিয়েছে এক গুচ্ছ সরকারি ও বেসরকারি পর্যটন সংস্থা। শুধুমাত্র নামী এবং বিশ্বস্ত বেসরকারি পর্যটন সংস্থাগুলোই হাজির রয়েছে এই মেলায়

+
title=

শিলিগুড়ি: নতুন বছর আসছে। তাই বেড়াতে যাওয়ার প্ল্যানটা আগেভাগে সেরে নেওয়াই ভালো। আর এমনই ভ্রমণপ্রিয় মানুষদের জন্য শুরু হয়েছে ট্যুরিজম ফেয়ার। ইংরেজি নতুন বছরে ঘুরতে যাওয়ার ভাল প্যাকেজ প্ল্যান পেতে চলে আসুন এই ট্যুরিজম ফেয়ারে।
শিলিগুড়িতে আয়োজিত এই পর্যটন মেলায় যোগ দিয়েছে এক গুচ্ছ সরকারি ও বেসরকারি পর্যটন সংস্থা। শুধুমাত্র নামী এবং বিশ্বস্ত বেসরকারি পর্যটন সংস্থাগুলোই হাজির রয়েছে এই মেলায়। তাই নিশ্চিন্তে আপনি আপনার বেড়ানোর ঠিকানা খুঁজে নিতে পারবেন এখানে। বুকিং-এর উপর আর্কষণীয় ছাড়েরও ব্যবস্থাও থাকছে। শুক্রবার থেকে শুরু হয়ে তিনদিন ধরে চলবে এই মেলা।
advertisement
advertisement
পর্যটন শিল্পের প্রসার এবং প্রতিবেশী দেশ ভুটান, নেপাল, বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের সামনে তুলে ধরতে শিলিগুড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী পর্যটন মেলা। প্রতিবেশী দেশগুলোর পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের সামনে তুলে ধরার পাশাপাশি সেখানে গিয়ে কোথায় থাকবেন এবং কোন কোন জায়গা ঘোরা যেতে পারে সেই সমস্ত বিষয় তুলে ধরা হচ্ছে এখানে। মাটিগাড়ার একটি শপিং মলে তিন দিনের পর্যটন উৎসব শুরু হয়েছে। বিদেশে যেতে চাইলে সেখানে যাওয়ার ব্যবস্থাও এই ট্যুরিজম ফেয়ার করে দেবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই পর্যটন মেলার অন্যতম আয়োজক রাজ বসুর কথায়, মূলত গ্রামে গঞ্জে যারা বসবাস করেন তাঁদের যে ন্যাচারাল হেরিটেজ এবং কালচারাল হেরিটেজ সেগুলিকে তাঁরা কীভাবে ফুটিয়ে তুলতে পারবেন, কীভাবে সেখান থেকে অর্থ উপার্জনের রাস্তা তৈরি হতে পারে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। তিনি আরও বলেন, এই উৎসবকে আমরা নানান থিম অনুযায়ী সাজিয়েছি। এক ছাতার তলায় পর্যটনপ্রেমীদের সব চাহিদা পূরণ করছে ‘ট্যুরিজম ফেয়ার’। তাই আগামী রবিবারের মধ্যে এক দিন অবশ্যই চলে আসুন শিলিগুড়ির সিটি সেন্টারে ‘ট্যুরিজম ফেয়ার’-এ। মেলাটির আয়োজন করছে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: নিউ ইয়ারে ঘুরতে যাবেন ভাবছেন? ভাল প্যাকেজ পেতে চলে আসুন ট্যুরিজম ফেয়ারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement