Tourism: পুজোয় বড় ধামাকা পাহাড়ে! পর্যটকদের সুবিধার্থে হোমস্টের তথ্য জানাবে নতুন অ্যাপ
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Tourism: সামনেই পূজোর মরশুম। তার জন্য এখন থেকেই হোম স্টে, হোটেল ও লজ বুকিং শুরু হয়েছে। এই অ্যাপ চালু হলে পর্যটকরাও প্রতারিত কম হবেন। হোমস্টে নিয়ে অ্যাপ ‘গুগল প্লে স্টোরে’ থাকবে।
শিলিগুড়ি: এবার হোমস্টে সংক্রান্ত তথ্য নিয়ে চালু হতে চলেছে মোবাইল অ্যাপ। পুজোর মরশুমে পর্যটকদের সুবিধার্থেই এমন পরিকল্পনা করেছে জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল এডমিনিস্ট্রেশন)। সেই অ্যাপেই হোমস্টে সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন পর্যটকরা। চলতি মাসেই ওই অ্যাপ লঞ্চ করার চেষ্টা চলছে জিটিএ’র পক্ষ থেকে। পাশাপাশি, দার্জিলিং ও কালিম্পং জেলার দর্শনীয় স্থানগুলি নিয়ে তৈরি হচ্ছে দু’টি বই। ওই দুটি বইও পুজোর আগেই প্রকাশ করতে উদ্যোগী রাজ্য পর্যটন দফতর।
পর্যটন শিল্প নির্ভর পাহাড়ের দুই জেলায় হোমস্টের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে হোমস্টে তৈরির জন্য আর্থিক সহযোগিতা করায় আরও বেশি হোমস্টে গড়তে উদ্যোগী হয়েছে পাহাড়বাসী। প্রশাসন সূত্রে খবর, নথিভুক্ত হোমস্টের সংখ্যা দার্জিলিংয়ে ১ হাজার ৭০টি এবং কালিম্পংয়ে প্রায় ৩১২ টি। এর বাইরে আরও কিছু বিক্ষিপ্তভাবে হোমস্টে রয়েছে।
advertisement
advertisement
দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে আগেই জায়গা করে নিয়েছে দার্জিলিং ও কালিম্পং। সামনেই পুজোর মরশুম। তার জন্য এখন থেকেই হোমস্টে, হোটেল ও লজ বুকিং শুরু হয়েছে। এই অ্যাপ চালু হলে পর্যটকরাও প্রতারিত কম হবেন। হোমস্টে নিয়ে অ্যাপ ‘গুগল প্লে স্টোরে’ থাকবে। সেখান থেকে তা সহজেই ডাউনলোড করতে পারবেন পর্যটকরা। তারপর ঘরে বসেই অ্যাপের মাধ্যমে হোমস্টের ঘর বুকিং করতে পারবেন।
advertisement
জিটিএ’র মুখ্য জনসংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মা বলেন, “হোমস্টে নিয়ে সমীক্ষা শুরু হয়েছে। প্রথমে সব হোমস্টের রেজিস্ট্রেশন করানো হবে জিটিএ’র অধীনে। এরপর সেই গুলিকে নিয়ে মোবাইল অ্যাপ চালু হবে। তাতে হোমস্টের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ যাবতীয় তথ্য থাকবে। অ্যাপ ডিজাইনের কাজও চলছে। সবকিছু ঠিকঠাক চললে চলতি মাসেই তা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। এই অ্যাপ চালু হলে পুজোর মরশুমে পর্যটক ও হোমস্টে মালিকদের ব্যাপক সুবিধা হবে।”
advertisement
অন্যদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লামাহাটা, সিটং, সান্দাকফু, টংলুং, বাতাসিয়া লুপ, মংপু সহ প্রায় ৫০টি দর্শনীয় স্থান নিয়ে বই তৈরি করা হচ্ছে। এখানে মিলবে সংশ্লিষ্ট এলাকার ছবি ও বর্ণনা। পুজোর আগেই তা প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই উদ্যোগ নিয়েছে কালিম্পং জেলা প্রশাসনও।
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2023 12:32 PM IST








