Tour Plan: পর্যটকদের জন্য সুখবর! ফুন্টশোলিং থেকে ভুটানঘাট ঘোরা যাবে একটি বাসে, জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Tour Plan: এই প্রথম আলিপুরদুয়ার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের দেখানো হবে টুরিস্ট বাসের মাধ্যমে।
আলিপুরদুয়ার: এই প্রথম আলিপুরদুয়ার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের দেখানো হবে টুরিস্ট বাসের মাধ্যমে। আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই উদ্যোগটিকে ডুয়ার্স দর্শনের আওতায় নিয়েছে।
মাদারিহাট টুরিস্ট লজকে করা হয়েছে কি পয়েন্ট।
এখানে থেকেই মিলবে এই টুরিস্ট বাস পরিষেবা। এই পরিষেবা পেতে পর্যটকদের করতে হবে অনলাইন বুকিং। এই বাসে চেপে পর্যটকরা দেখতে পাবেন জলদাপাড়া, ফুন্টশোলিং, ভুটানঘাট, রাজাভাতখাওয়ার মতো দর্শনীয় স্থানগুলি। সবচেয়ে বড় কথা একদিনের মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলি পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে।
advertisement
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা! আবহাওয়ার আপডেট
পর্যটনস্থান দেখানোর পাশাপাশি সেই এলাকার সংস্কৃতি চোখের সামনে দেখতে পাবেন পর্যটকরা। এই বিষয়ে জেলাশাসক আর বিমলা জানান, “ছোট জেলা আলিপুরদুয়ার কিন্তু পর্যটন কেন্দ্রে ভরপুর। সবক’টি পর্যটন কেন্দ্র ঘুরে শেষ করতে পারেন না পর্যটকরা। তাঁদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ডুয়ার্স দর্শনের মাধ্যমে।”
advertisement
আরও পড়ুন: গাছের ২টি পাতা, অযত্নের আগাছা ডায়াবেটিসের ‘মৃত্যুবাণ’! এভাবে খেলেই নামবে ব্লাড সুগার
অনেকদিন ধরেই পর্যটন ব্যবসায়ীরা আলিপুরদুয়ার জেলার পর্যটনকে একদিনে পর্যটকদের দেখানোর ব্যবস্থা নিচ্ছিলেন। জেলা প্রশাসনের সঙ্গে মিলে এই উদ্যোগ নেওয়া হল। ভোরবেলায় বাসে চাপিয়ে পর্যটকদের মাদারিহাট টুরিস্ট লজ থেকে যাত্রা শুরু করানো হবে। সেখান থেকে ফুন্টশোলিং, ডিমা, রাজাভাতখাওয়া, জয়ন্তী, শিকিয়াঝোরা ঘুরিয়ে মাদারিহাটে নিয়ে আসা হবে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের ওয়েবসাইটে হবে অনলাইন বুকিং।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2024 8:43 PM IST