Home /News /north-bengal /
"গৌড় এক্সপ্রেস" চালুর দাবিতে সরব মালদহের বিজেপি সাংসদ, রেলবোর্ডের সবুজ সঙ্কেত পেলে ২৪ ঘণ্টার মধ্যেই চলবে

"গৌড় এক্সপ্রেস" চালুর দাবিতে সরব মালদহের বিজেপি সাংসদ, রেলবোর্ডের সবুজ সঙ্কেত পেলে ২৪ ঘণ্টার মধ্যেই চলবে

  • Share this:
#মালদহ: মালদহ থেকে কলকাতাগামী "গৌড় এক্সপ্রেস" চালুর জন্য রেলমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিকে রেল কর্তৃপক্ষের থেকে নির্দেশ পেলে ২৪ ঘন্টার মধ্যেই ট্রেন চালানো সম্ভব বলে জানিয়েছেন মালদহের  ডিআরএম। মালদহ থেকে কলকাতা যাওয়ার সরাসরি ট্রেন গৌড় এক্সপ্রেস। আনলকে রাজ্যের একাধিক ট্রেন চালু হলেও এখনও গৌড় এক্সপ্রেস চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত মেলেনি। গৌড় এক্সপ্রেস কে অবিলম্বে চালুর দাবি উঠেছে মালদহে। রেল কর্তৃপক্ষ এখনই প্রয়োজনীয় উদ্যোগ না নিলে ট্রেন চালুর দাবিতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। অতি গুরুত্বপূর্ণ এই ট্রেন চালু না হওয়ায় অসম ও উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলোকেই কলকাতা যাওয়ার জন্য ব্যবহার করতে হচ্ছে মালদহের যাত্রীদের। স্পেশ্যাল ট্রেন হওয়ায় প্রান্তিক স্টেশন থেকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে মালদাহের যাত্রীদের। এতে অযথা বাড়তি সময় ও অর্থের অপচয় হচ্ছে বলেও অভিযোগ।মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মূ বলেন, আগেই এ বিষয়ে রেলমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আবার এবিষয়ে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব। ট্রেন চালু না হওয়ায় প্রচুর মানুষ সমস্যায় পড়েছেন বলে খবর পেয়েছি। দ্রুত ট্রেন চালুর জন্য সবরকমের চেষ্টা চালানো হবে। যতদিন দক্ষিণ দিনাজপুর বা বালুরঘাট থেকে সরাসরি কলকাতার ট্রেন চালু না হয়, ততদিন বালুরঘাট থেকে আসা গৌড় লিংক এক্সপ্রেসকে মূল ট্রেনের সঙ্গে যুক্ত করে চালানোর ক্ষেত্রেও কোন আপত্তি নেই বলে জানান মালদা উত্তরের সাংসদ।মালদহের ডিআরএম যতীন্দ্র কুমার জানিয়েছেন, অতি মারি পরিস্থিতিতে ট্রেন চালুর জন্য রেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার প্রয়োজন।আপাতত মালদহ ডিভিশনে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ওপরমহলের সবুজসংকেত পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গৌড় এক্সপ্রেস চালাতে সক্ষম মালদা ডিভিশন। সাংসদ ও স্থানীয় রেল ডিভিশনের তৎপরতার মাঝেই জেলাবাসীর এখন অপেক্ষা কবে গৌড় এক্সপ্রেস ফের চালু হয়। Sebak DebSarma
Published by:Arjun Neogi
First published:

Tags: Gour Express