রায়গঞ্জ পুরসভা কংগ্রেসের হাতছাড়া, উড়ল জোড়াফুলের পতাকা

Last Updated:

রায়গঞ্জ পুরসভা কংগ্রেসের হাতছাড়া, উড়ল জোড়াফুলের পতাকা

#রায়গঞ্জ: দীপা দাসমুন্সির খাসতালুকও অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে ৷ কংগ্রেসকে প্রায় নিশ্চিহ্ন করে রায়গঞ্জ পুরসভার দখল নিল জোড়াফুল ৷ রায়গঞ্জ পুরসভায় ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতেই উড়ল তৃণমূলের পতাকা ৷ সেখানে প্রায় কয়েক যোজন দূরে মাত্র দুটি আসনেই শেষ কংগ্রেসের দৌড় ৷
বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল রায়গঞ্জ ৷ স্বাধীনতার পর এই প্রথম কংগ্রেসের হাতছাড়া পুরসভা। এই কেন্দ্র থেকে সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম নির্বাচিত হলেও পুরসভা ছিল হাতের দখলে ৷ ভাঙন শুরু হতেই কংগ্রেসীরা ঘর পাল্টে যোগ দেয় জোড়া ফুলে ৷ তৃণমূল ঝড়ে বিধানসভার মতো এখানেও মুখ থুবড়ে পড়ল বাম-কংগ্রেস জোট ৷ কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র দুটি ওয়ার্ড ৷ অন্যদিকে বিজেপি জিতেছে মাত্র একটি আসনে ৷
advertisement
রায়গঞ্জ পুরসভায় ২৭টি ওয়ার্ড
advertisement
তৃণমূল-২৪, কংগ্রেস-২, বিজেপি-১
তৃণমূল জয়ী ১, ২, ৩, ৫, ৭, ৮ নং ওয়ার্ডে
তৃণমূল জয়ী ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬ নং ওয়ার্ডে
তৃণমূল জয়ী ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ নং ওয়ার্ডে
তৃণমূল জয়ী ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডে
কংগ্রেস জয়ী ৪ ও ১৪ নং ওয়ার্ডে
advertisement
বিজেপি জয়ী হয়েছে ৬ নং ওয়ার্ডে
হার বিদায়ী চেয়ারম্যান মোহিত সেনগুপ্তর।  ২৬ নং ওয়ার্ডে ৪২ ভোটে হারলেন মোহিত সেনগুপ্ত ।  ২৭ নং ওয়ার্ডে হার কংগ্রেস নেতা পবিত্র চন্দর।
কংগ্রেস শিবিরের যুক্তি, ব্যাপক ভোট লুঠই তৃণমূলের এই বিপুল জয়ের রহস্য ৷ সন্ত্রাস ও অশান্তির অভিযোগে গত ১৪ তারিখই ১০টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নেওয় বাম কংগ্রেস জোট ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রায়গঞ্জ পুরসভা কংগ্রেসের হাতছাড়া, উড়ল জোড়াফুলের পতাকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement