TMC MLA: কী কাণ্ড! খোদ তৃণমূল বিধায়কের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, টাকা চেয়েও বার্তা...
- Written by:Sebak Deb Sarma
- Published by:Rachana Majumder
Last Updated:
TMC MLA: ঘটনার পেছনে প্রতারণা চক্রের হাত থাকতে পারে, আশঙ্কা বিধায়কের।
সেবক দেবশর্মা, মালদহ: শাসকদলের বিধায়কের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক। ভুয়ো প্রোফাইল তৈরি করেও আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ। ঘটনা জানিয়ে মালদহের ইংরেজবাজারের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়ক নীহার ঘোষ। তদন্ত শুরু করেছে মালদহের সাইবার ক্রাইম থানার পুলিশ।
এই মুহূর্তে বিধানসভার শীতকালীন অধিবেশনের জন্য কলকাতায় রয়েছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নীহার ঘোষ। সাইবার ক্রাইম থানায় বিধায়ক নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিধায়ক জানান, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি তিনি খুব কম ব্যবহার করেন। শুধুমাত্র দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিভিন্ন বার্তার প্রচার এবং রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডের বিষয়গুলি তাঁর ফেসবুকে পোস্ট করে থাকেন।
advertisement
advertisement
তাঁর অভিযোগ, গত কয়েকদিন ধরে বিধায়কের নিজস্ব নামের ফেসবুক থেকেই জমি, বাড়ি, গাড়ি, বিক্রয় কেন্দ্র সংক্রান্ত বিষয়ের নানান পোস্ট নজরে আসে। এমনকি কাজের সন্ধান ও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে একের পর এক পোস্ট প্রকাশ্যে আসে। নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকেই এই পোস্ট করা হচ্ছে বলে দেখতে পান তৃণমূল বিধায়ক। পরিস্থিতি আঁচ করতে পেরেই পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হন নীহার ঘোষ। এর পিছনে প্রতারণার ছক থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। বিরোধীদের কোনও চক্রান্ত রয়েছে কিনা সে ব্যাপারে অবশ্য কোনও মন্তব্য বা অভিযোগ করেননি নীহার ঘোষ। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2023 2:11 PM IST










