#মুর্শিদাবাদ: সপ্তদশ লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে বিজয়ী তৃণমূল প্রার্থী আবু তাহের খান। পেয়েছেন ৬০২৪৭৭ টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন কংগ্রেসের আবু হেনা, পেয়েছেন ৩৭৬৫৪০ টি ভোট। বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছেন ২৪৬০৩৭ টি ভোট।
ভোট প্রবণতার নিরিখে ইতিমধ্যেই যাদু সংখ্যা পার করে দিয়েছে এনডিএ। ৩৪৫টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে ৯১টি আসনে। ১০৪টি আসনে এগিয়ে বাকিরা। বাংলায় ১৮ টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। তৃণমূল এগিয়ে ২৩ টি আসনে। ১টি আসনে এগিয়ে কংগ্রেস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Lok Sabha elections 2019, Murshidabad, Murshidabad S25p11, West Bengal Lok Sabha Elections 2019