চিতাবাঘের চামড়ার পর রয়্যাল বেঙ্গলের দাঁত পাচার, ডুয়ার্স থেকে ধৃত এক মহিলা সহ ৩
Last Updated:
চিতাবাঘের চামড়ার পর রয়্যাল বেঙ্গলের দাঁত, ডুয়ার্স থেকে ধৃত এক মহিলা সহ ৩
#ডুয়ার্স: চিতাবাঘের চামড়ার পর এবার রয়্যাল বেঙ্গলের দাঁত। ভুটান থেকে নেপালে পাচারের পথে রয়্যাল বেঙ্গলের দুটি দাঁত উদ্ধার। ডুয়ার্সে গ্রেফতার এক মহিলা-সহ তিন পাচারকারী। চক্রের বাকিদের খোঁজে তল্লাশি শুরু বন দফতরের।
মঙ্গলবার ডুয়ার্সের বীরপাড়ায় নেপালে পাচারের আগেই উদ্ধার হয়েছিল চিতাবাঘের চামড়া। বীরপাড়ায় সিংহানিয়া চা-বাগানের কাছ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। উদ্ধার হওয়া চামড়ার বাজারদর ছিল প্রায় কোটি টাকা। ২৪ ঘণ্টার মধ্যে এবার উদ্ধার হল রয়্যাল বেঙ্গলের দাঁত।
ভুটান থেকে নেপালে পাচার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের দেহাংশ। সোর্স মারফত এই খবর পেয়ে, অভিযানে নামে বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার কাকভোরে ডুয়ার্সের চালসা-নাগরাকাটা সড়কে ওঁত পেতে বসে ছিলেন এসটিএফের আধিকারিকরা। কিছুক্ষণ পরই ওই এলাকা থেকে এক মহিলা-সহ তিনজনকে বমাল সমেত পাকড়াও করা হয়। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে,
advertisement
advertisement
-পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের ২টি দাঁত উদ্ধার হয়
-দাঁত দু’টির বাজারদর ২ লক্ষ টাকা
-বাঘটিকে ভুটানেই মারা হয়েছে বলে সন্দেহ
-ধৃতরা ডুয়ার্সের বাসিন্দা হলেও, এর চাঁই ভুটানের বাসিন্দা বলে অনুমান
বন দফতর সূত্রে খবর, ধৃতদের জেরায় বেশ কিছু তথ্য মিলেছে। সেই সূত্র ধরে, পাচারে যুক্ত থাকা বাকিদের খোঁজ চলছে। ধৃতদের আদালতে তোলা হলে, তাদের সাতদিনের জেল হেফাজত হয়েছে। এদিকে, পরপর দুদিন চামড়া ও দাঁত উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 11, 2018 9:05 PM IST