Rafale in Bengal: হাসিমারায় পৌঁছে গেল তিনটি রাফাল, চিনকে মাথায় রেখেই পূর্ব প্রান্তের নিরাপত্তায় জোর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মূলত ভারতের পূর্ব প্রান্তের আকাশসীমার সুরক্ষা আরও মজবুত করতেই হাসিমারায় রাফালকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার (Rafale in Bengal)৷
#আলিপুরদুয়ার: এবার পশ্চিমঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতেও চলে এল রাফাল যুদ্ধবিমান৷ এ দিন তিনটি রাফাল যুদ্ধবিমানকে হাসিমারায় ভারতীয় বায়ুসেনার ১০১ স্কোয়াড্রোনের অন্তর্ভুক্ত করা হল৷ বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়ার উপস্থিতিতে তিনটি ফরাঁসি যুদ্ধবিমানকে হাসিমারায় স্বাগত জানানো হয়৷ এই প্রথম হাসিমারায় এল রাফাল৷
২০২০ সালের ২৯ জুলাই ভারতে প্রথম বার পৌঁছেছিল রাফাল যুদ্ধবিমান৷ এখনও পর্যন্ত মোট ২৬টি রাফাল ভারতে পৌঁছেছে৷ ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধ বিমান পাওয়ার কথা ভারতের৷
মূলত ভারতের পূর্ব প্রান্তের আকাশসীমার সুরক্ষা আরও মজবুত করতেই হাসিমারায় রাফালকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার৷ চিনের সঙ্গে লাদাখ সীমান্তে উত্তেজনার পর থেকে হাসিমারা বিমানঘাঁটির গুরুত্ব আরও বেড়েছে৷ কারণ সিকিম, অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলির সঙ্গে চিনের সীমানা রয়েছে৷ ফলে কোনও ধরনের উত্তেজনা তৈরি হলে প্রয়োজনে হাসিমারা থেকে দ্রুত চিন সীমান্তে পৌঁছে যেতে পারবে রাফাল৷

advertisement
advertisement
হাসিমারা বিমানঘাঁটিতে পৌঁছল তিনটি রাফাল৷
বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়াও এ দিন বলেন, 'সচেতন ভাবেই হাসিমারায় রাফাল যুদ্ধবিমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে দেশের পূর্বাঞ্চলে ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বৃদ্ধি করা যায়৷' হাসিমারা ছাড়াও হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটিতে রাফালের অধিকাংশ যুদ্ধবিমানগুলি রাখা হয়েছে৷

advertisement
বায়ুসেনার সদস্যদের সঙ্গে বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া (মাঝখানে)৷
ভারতীয় বায়ুসেনায় ১০১ স্কোয়াড্রোন গঠিত হয়েছিল ১৯৪৯ সালের ১ মে৷ ১৯৬৫ এবং ১৯৭১ সালের ভারত- পাক যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল ভারতীয় বায়ুসেনায় 'আখনুর' নামে খ্যাত এই বাহিনী৷ ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় বাহিনী হিসেবে ১০১ স্কোয়াড্রোনে রাফালকে অন্তর্ভুক্ত করা হল৷
advertisement
Rajkumar Karmakar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2021 10:51 PM IST