Siliguri News: দিদিমণি নন শুধু! দুঃস্থ, মেধাবী পড়ুয়াদের আলো তিনিই!... পাচ্ছেন 'শিক্ষারত্ন'

Last Updated:

Sikhsha Ratna Award: শিক্ষকতার চেনা ছকের বাইরে বেরিয়ে তিনি দাঁড়িয়েছেন মেধাবী দুঃস্থদের পাশে। কখনও আর্থিক সাহায্য নিয়ে, কখনও বা অন্য কোনওভাবে। নিরলস প্রচেষ্টার স্বীকৃতি পেলেন শিলিগুড়ি নেতাজি গার্লস হাইস্কুলের শিক্ষিকা নবনীতা গুপ্ত।

+
নবনীতা

নবনীতা গুপ্ত

শিলিগুড়ি: শিক্ষকতার চেনা ছকের বাইরে বেরিয়ে তিনি দাঁড়িয়েছেন মেধাবী দুঃস্থদের পাশে। কখনও আর্থিক সাহায্য নিয়ে, কখনও বা অন্য কোনওভাবে। নিরলস প্রচেষ্টার স্বীকৃতি পেলেন শিলিগুড়ি নেতাজি গার্লস হাইস্কুলের শিক্ষিকা নবনীতা গুপ্ত। তাঁকে ‘শিক্ষারত্ন’ সম্মান দিতে চলেছে রাজ্য সরকার। নবনীতা বলছেন, ‘২০ বছরেরও বেশি সময় ধরে পড়ুয়াদের জন্য কাজ করছি। এই লক্ষ্যেই ভবিষ্যতে এগোতে চাই।’
শিলিগুড়ির অরবিন্দপল্লির বাসিন্দা নবনীতা গুপ্ত ২০ বছরেরও বেশি সময় ধরে নেতাজি গার্লস হাইস্কুলে শিক্ষকতা করছেন। করোনাকালে ডিজিটাল মাধ্যমে নিজের স্কুলের পাশাপাশি ইসলামপুর সহ বিভিন্ন জায়গার পড়ুয়াদের পড়ানো শুরু করেন।
advertisement
নেতাজি গার্লস হাইস্কুলের মাধ্যমিকে সর্বোচ্চ নম্বরপ্রাপককে আর্থিক পুরস্কারও দেন নবনীতা। ভূগোলের এই শিক্ষিকা বিনামূল্যে পড়াচ্ছেন
advertisement
বহু ছাত্রছাত্রীকে। পড়ুয়াদের সুবিধার জন্য নতুন সিলেবাসের একাদশ শ্রেণির পরিবেশবিদ্যার ওপর বই লিখেছেন তিনি। নবনীতা গুপ্তর কথায়, ১৯৯৪ সালে আমার শিক্ষকতা জীবনের শুরু হয়। আজ নেতাজি গার্লস স্কুলের বড় হওয়ার পেছনে অনেক পরিশ্রম রয়েছে আমার। আমি শুধু পড়াই না। ছাত্রছাত্রীদের সঙ্গে আমার যোগাযোগ সবসময় রয়েছে। বন্ধুর মতো করেই তাদের সঙ্গে মিশি ফলে তারাও আমাকে ভীষণ পছন্দ করে।
advertisement
করোনার সময় পড়ুয়াদের পঠনপাঠন চালিয়ে যাওয়ার জন্য নানা উদ্যোগ নেন নবনীতা । শুধু শিলিগুড়ি বা উত্তরবঙ্গ নয় তাঁর উপর ভরসা রেখেছিল গোটা রাজ্যের বহু পড়ুয়া । নবনীতা গুপ্ত জানান, পড়ুয়াদের জন্যই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। ভবিষ্যতে আরও অনেক পড়ুয়ার পাশে দাঁড়াবেন বলে আশা করছেন। কেবল নিজের স্কুলের পড়ুয়াদের কথাই নয়, ভেবেছেন অন্যান্য স্কুলের পড়ুয়াদের পড়াশোনার ব্যাপারেও। পড়ুয়ারা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে বা মাঝপথে পড়াশোনা আটকে না যায় সেজন্য দীর্ঘ কয়েক বছর ধরে দুঃস্থ মেধাবী পড়ুয়াদের আর্থিক সাহায্য সহ শিক্ষা সামগ্রী দিচ্ছেন তিনি।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: দিদিমণি নন শুধু! দুঃস্থ, মেধাবী পড়ুয়াদের আলো তিনিই!... পাচ্ছেন 'শিক্ষারত্ন'
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement