একদিনে এই মুরগি পেড়েছে ১৩ ডিম ! কেরামতি দেখতে উপচে পড়া ভিড়

Last Updated:

হাট্টি মাটিম টিম ছিল। তারা ডিম পাড়ত মাঠে। এবার যাকে পাওয়া গিয়েছে তাকেও লোকে একডাকে চিনছে ডিমের পরিচয়েই।

#জলপাইগুড়ি: হাট্টি মাটিম টিম ছিল। তারা ডিম পাড়ত মাঠে। এবার যাকে পাওয়া গিয়েছে তাকেও লোকে একডাকে চিনছে ডিমের পরিচয়েই। একদিনে নাকি একটা না, দু'টো না, তেরোখানা ডিম পেড়েছে এক মুরগি। আর এই আন্ডার ফান্ডাতেই কাত জলপাইগুড়ির পাতিরামের বাসিন্দারা। সেলফি তুলতে ব্যস্ত সবাই। তবে পুরো বিষয়টি গুজব বলে দাবি করেছেন প্রাণিবিশেষজ্ঞ।
মুরগিটি আদতে দেখতে নিরীহ, শান্ত একটা মুরগি। নাহ! ভুল করলে চলবে না। মুরগির কীর্তি এখন খবরের শিরোনামে। গোটা একটা দিন না, কয়েকঘণ্টার মধ্যে তেরোখানা ডিম পেড়েছে এই মামুলি প্রাণিটি। মুরগির মালিকের দাবি এমনটাই। জলপাইগুড়ির বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিরাম নাহাটা এলাকায় খবর ছড়াতেই ভিড় জমাচ্ছেন মানুষ।
মুরগির কেরামতি ক্যামেরাবন্দি করার উৎসাহও কম নয়। সেলফির ফ্ল্যাশে তাজ্জব ডিমগুলিও। গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বিষয়টি জানানো হয়।
advertisement
advertisement
তবে ঘটনার সত্যতা মানতে নারাজ প্রাণি বিশেষজ্ঞ।
মুরগি আর ঝুড়িভরা তেরোখানা ডিম। যত্ন করে রেখে দিয়েছেন মালিক। পরে ভেজে খাবেন না কি বিক্রি করবেন তা অবশ্য জানা যায়নি। তবে আন্ডার যে কি ফান্ডা তা অবশ্য টের পেলেন।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
একদিনে এই মুরগি পেড়েছে ১৩ ডিম ! কেরামতি দেখতে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement