লাগামহীন টোটো কেন নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন? উঠছে বড় প্রশ্ন, বাড়ছে সমস্যা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Toto: বাসিন্দাদের অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়েই সমস্ত রাস্তায় দাপিয়ে বেড়ায় টোটো। স্থানীয় পুরসভা কিংবা প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট নজরদারি চালাচ্ছে না বলেই শহর জুড়ে যানজটের পাশাপাশি দুর্ঘটনা লেগেই রয়েছে।
দক্ষিণ দিনাজপুর : নেই কোনও নজরদারি, নেই কোনও নিয়ন্ত্রণ। ফলে যানজট শহরবাসীর কাছে নিত্যদিনের সঙ্গী হিসেবে দাঁড়িয়েছে। শহরের রাস্তার ওপরেই গজিয়ে উঠেছে টোটোর স্ট্যান্ড।
বেপরোয়া গতির টোটোর ধাক্কায় জখম হওয়ার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে। ট্রাফিক পুলিশ, পুরসভা বা পরিবহন দফতর কেউ এখনও পর্যন্ত অনিয়ন্ত্রিত টোটোকে নিয়ন্ত্রণ করতে গ্রহণ করেনি কোনও ব্যবস্থা।ফলে অবৈধ টোটোর দৌরাত্মে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
প্রসঙ্গত, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে টোটোর প্রয়োজন রয়েছে। কিন্তু নিয়ন্ত্রণহীন টোটো মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে এবং চলাচলে ব্যঘাত ঘটাচ্ছে, তা মেনে নিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
advertisement
শহরজুড়ে লাফিয়ে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রী তোলা নিয়ে চালকদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। সেই সঙ্গে ছোট বড় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যানজটের সমস্যা মারাত্মক আকার নিচ্ছে।
আরও পড়ুন- ২০২৭ ওডিআই বিশ্বকাপে রোহিত-কোহলি কি খেলবেন? জবাব দিলেন গৌতম গম্ভীর
টোটো নিয়ন্ত্রণের জন্য বিগত কয়েক বছর আগে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার পক্ষ থেকে টিপি নম্বর দেওয়া দিয়েছিল। এমনকী জাতীয় সড়কের ওপরে টোটো চলাচল নিষিদ্ধ করার নিধান দেওয়া দিয়েছিল। কিন্তু সবই রয়ে গিয়েছে খাতায়-কলমে।
advertisement
বাসিন্দাদের অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়েই সমস্ত রাস্তায় দাপিয়ে বেড়ায় টোটো। স্থানীয় পুরসভা কিংবা প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট নজরদারি চালাচ্ছে না বলেই শহর জুড়ে যানজটের পাশাপাশি দুর্ঘটনা লেগেই রয়েছে।
জেলা পরিবহন দফতর সূত্রের খবর, প্রায় তিন হাজারের উপরে নম্বর যুক্ত টোটো রয়েছে। কিন্তু শহরে প্রতিদিনই প্রায় ৬ হাজারের উপর টোটো অবাধে চলাচল করছে।
advertisement
আরও পড়ুন- কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক, কোহলিকে নিয়ে বড় কথা বলে দিলেন গম্ভীর
কিছুদিনের মধ্যেই পুরসভার সঙ্গে যৌথভাবে আলোচনায় বসে টোটো নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বালুরঘাট পুরসভার পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে।
টোটো চলাচল নিয়ন্ত্রন করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওয়ান-ওয়ে পদ্ধতি চালু করা হতে পারে। এছাড়াও টোটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড, নির্দিষ্ট গন্তব্য এবং নির্দিষ্ট ভাড়ার তালিকাও প্রকাশ করতে চলেছে বালুরঘাট পুরসভা। এমনটাই দাবি করেছেন পুরসভার চেয়ারম্যান।
advertisement
শহরবাসীর অভিযোগ, আইন না মেনে টোটো চালানোর কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ফলে দিন দিন যানজট যেমন বালুরঘাট শহরে বাড়ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নম্বর প্লেটবিহীন টোটোর সংখ্যা।
এখনই টোটো চলাচলে নিয়ন্ত্রণ না আনলে ভবিষ্যতে শহরবাসীর পক্ষে হাঁটাচলা করা দায় হয়ে যাবে বলে মত প্রকাশ করছেন সাধারণ বাসিন্দারা।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 22, 2024 10:21 PM IST