South Dinajpur News : বালুরঘাটের বুকে ভারতছাড়ো আন্দোলন ঘিরে রয়েছে বহু ইতিহাস, জানলে শিহরিত হবেন আজও
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে বালুরঘাটেও।
#দক্ষিণ দিনাজপুর :১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে বালুরঘাটেও। ১৯৪২-এর ১৪ সেপ্টেম্বর বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী দের নেতৃত্বে প্রায় দশ হাজার লোক বালুরঘাটের প্রসাশনিক ভবন দখল করে। টাঙানো হয় তেরঙ্গা পতাকা। বালুরঘাট তিনদিন স্বাধীন থাকার পর ব্রিটিশ সরকার পুনরায় দখল নেয়।ঐ ঘটনার স্মরণে বালুরঘাট শহরে জেলা প্রশাসন ভবন চত্বরে এবং ডাঙ্গি এলাকায় তৈরি হয় ভারতছাড়ো আন্দোলনের শহীদদের স্মৃতি সৌধ।
১৯৪২ সালের ৮ অগাস্ট তৎকালীন বোম্বাই শহরে ইংরেজ শাসনের বিরুদ্ধে গান্ধীজীর ডাকে “ভারত ছাড়ো আন্দোলন” বা “ক্যুইট ইন্ডিয়া মুভমেন্ট”-এর প্রস্তাব গৃহীত হয়েছিল। পরদিন ৯ আগস্ট থেকেই দেশের নানা প্রান্তে শুরু হয়ে যায় ইংরেজ তুমি ভারত ছাড়ো স্লোগান।
প্রসঙ্গত, দেশের প্রাক্তন রাষ্টপতি প্রণব মুখোপাধ্য়ায় যখন রাজ্য কংগ্রেসের নেতা হিসেবে কাজ করে ছিলেন সেসময় তিনি একবার সেদিনের ‘ব্রিটিশ তুমি ভারত ছাড়ো আন্দোলনের’ স্মরণে সেই ডাঙ্গি থেকে পদযাত্রায় অংশ নিয়ে সারা বালুরঘাট পরিক্রমা করে সেই সব বীর স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনকে স্মরণ করে প্রণাম জানিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের প্রধান কেন্দ্রগুলি ছিল মহারাষ্ট্রের সাতারা, মেদিনীপুরের তমলুক, কাঁথি, দিনাজপুরের বালুরঘাট, উত্তরপ্রদেশের বালিয়া, আজমগড়, অসমের নওগাঁ, ওড়িশার তালচের, বালেশ্বর ছাড়াও আর ও অনান্য এলাকায়৷ তীব্র গতিতে ছড়িয়ে পড়েছিল ওই আন্দোলন,এ রাজ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই আন্দোলন আছড়ে পড়তে বেশি দেরি হয়নি৷
advertisement
advertisement
কারণ তখনকার দিনের স্বাধীনতা সংগ্রামী সেনারা বালুরঘাট শহরের ডাঙ্গি এলাকায় এপার এবং ওপার দুই বাংলা থেকেই আন্দোলনকারীরা এসে বালুরঘাটের দক্ষিণে আত্রেয়ী নদীর তীরে এই ডাঙ্গি এলাকায় জমায়েত হয়েছিলেন। ১৯৪২ সালে মহাত্মা গান্ধির ডাকে ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা। তাই প্রত্যেক বছরের মতো এবারেও ভারত ছাড়ো আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে উদযাপন হয় বালুরঘাট দিবসের। আজও, বালুরঘাট শহরে জেলা প্রশাসন ভবন চত্বরে এবং ডাঙ্গি এলাকায় ভারত ছাড়ো আন্দোলনে শহীদদের স্মৃতিসৌধে মালা দিয়ে পাশাপাশি, জাতীয় পতাকা উত্তোলন করে পালন হয় দিনটি। যা জেলাবাসীর কাছে এক চরম গর্বের বিষয়।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 5:35 PM IST