Weather update: শিরশিরানি ঠান্ডায় কাঁপছে পাহাড়, মেঘ-কুয়াশার চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বুধবার সকালে দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রের খবর, বিকেলের পরে আরও কিছুটা নামতে পারে এই তাপমাত্রা
দার্জিলিং ও কালিম্পং: কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়। শৈলশহর দার্জিলিং থেকে কালিম্পং, মিরিক থেকে কার্শিয়ং। সর্বত্রই নেমেছে পারদ। সূর্যের দেখা নেই গত কয়েকদিন ধরেই। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা মেঘ আর কুয়াশার আড়ালে!
বুধবার সকালে দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রের খবর, বিকেলের পরে আরও কিছুটা নামতে পারে এই তাপমাত্রা। অন্যদিকে, এদিন কার্শিয়াঙের তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
advertisement
advertisement
এদিকে, কালিম্পংয়েও ঠান্ডায় জবুথবু পাহাড়বাসী। বুধের সকালে কালিম্পঙে তাপমাত্রা পারদ ঘোরাফেরা করছিল ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর উপরে ছিল ঘন কুয়াশার দাপট।
উষ্ণতার খোঁজে রাস্তার ধারে আগুন পোহাতে দেখা যাচ্ছিল অনেককেই। কেউ কেউ আবার ভিড় জমিয়েছিলেন চায়ের দোকানে।
অন্যদিকে, এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ ছিল মেঘলা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, নন্দকুমার সহ জেলার বিভিন্ন প্রান্তে ঝিরিঝিরি বৃষ্টি নামে এদিন। সকাল থেকে কালো মেঘেই ঢাকা রয়েছে আকাশ। তার মাঝেই বৃষ্টি। বৃষ্টির জেরে বেড়েছে ঠান্ডাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 18, 2023 11:33 AM IST