Darjeeling News:দার্জিলিং গিয়ে হাতড়ে বেড়াচ্ছেন মল মার্কেট! পাল্টেছে স্থান, এখন কোথায় ঐতিহ্যবাহী বাজার?
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
শৈল শহরে এসে ঠান্ডা শীতল আবহাওয়ায় স্থানীয়দের হাতের তৈরি শাল টুপি মাথার থেকে শুরু করে মোটা শীতবস্ত্র না কিনলে যেন কিছু একটা অসম্পন্ন থেকে যায়।
দার্জিলিং: বরাবরই পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে, দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোড। আর শৈল শহরে এসে ঠান্ডা শীতল আবহাওয়ায় স্থানীয়দের হাতের তৈরি শাল টুপি মাথার থেকে শুরু করে মোটা শীতবস্ত্র না কিনলে যেন কিছু একটা অসম্পন্ন থেকে যায়। সেই অর্থেই দার্জিলিংয়ের অতি প্রাচীন পর্যটকদের আকর্ষণীয় স্থান মল মার্কেট।
বহুদিন থেকে ম্যালের উপরে এই মার্কেট থাকলেও বর্তমানে পর্যটকদের সুবিধার্থে সেই মল মার্কেটটি সরিয়ে দেওয়া হয়েছে। সেই অর্থে শৈলশহরে এসে বারে বারেই খোঁজ পড়ে এই মল মার্কেটের । তবে জেনে রাখা ভাল বহু প্রাচীন ঐতিহ্যবাহী মল মার্কেট কোথাও উধাও হয়ে যায়নি শুধুমাত্র জায়গা পরিবর্তন হয়েছে।
advertisement
advertisement
শৈল শহরের মল রোডের কাছেই বিশাল একটি ক্লক টাওয়ার রয়েছে যা অনেকে ক্যাপিটাল বলেও চেনে বর্তমানে সেই ক্লক টাওয়ারের নিচেই স্থানান্তরিত হয়েছে এই মল মার্কেট। এখানে আসলেই দেখা যায় স্থানীয়রা সারি সারি দোকান নিয়ে বসে রয়েছে।
এই প্রসঙ্গে স্থানীয় এক দোকানদার কেসং ভুটিয়া বলেন বর্তমানে জায়গা পরিবর্তন হওয়ায় অনেক পর্যটক এই জায়গা সম্পর্কে জানেনা, অনেকে আবার স্থানীয়দের কাছে শুনতে শুনতে হাজির হয় এই মল মার্কেটে।
advertisement
বর্তমানে দার্জিলিংয়ের ক্যাপিটাল অর্থাৎ ক্লক টাওয়ার এর নিচেই রয়েছে এই মল মার্কেট। আপনিও যদি শীতের মরশুমে দার্জিলিং গিয়ে থাকেন তাহলে মলে গিয়ে মল মার্কেট দেখতে না পেয়ে চিন্তার কোন কারণ নেই কারণ শহরের প্রাণকেন্দ্র মল রোডের কাছেই ক্লক টাওয়ারের নিচে রয়েছে ঐতিহ্যবাহী সেই মল মার্কেট।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2025 9:08 PM IST






