#EgiyeBangla : ছানি অপারেশনে বালুরঘাটে ফেকো সার্জারি, রাজ্য সরকারের উদ্যোগে সুপার স্পেশালিটি পরিষেবা
Last Updated:
রাজ্য সরকারের উদ্যোগে এখন আর চিন্তা নেই। সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালেই হাজির ছানি অপারেশনের অত্যাধুনিক পদ্ধতি ফেকো সার্জারি
#বালুরঘাট: ছানি অপারেশনের অত্যাধুনিক পদ্ধতি েফকো সার্জারি। নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে এই পরিষেবা খরচ সাপেক্ষ। সাধারণ মানুষের জন্য বিনামূল্যেই ফেকো সার্জারির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু বিভাগে চালু হয়েছে েফকো সার্জারি। দু’চোখ ভরে রঙিন পৃথিবী দেখে নেওয়ার আরও একটা সুযোগ পাচ্ছেন অনেকেই।
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি... পৃথিবীর রূপ, রং, আলো চিনে নেওয়ার জন্য দু’চোখ। দু’চোখ ভরে দেখে নেওয়া.. বেছেও নেওয়া.. তবে সময় গড়ালেই দৃষ্টিশক্তির গায়েও বয়সের ভার। ছানি পড়া চোখ চিন্তা বাড়ায়। রাজ্য সরকারের উদ্যোগে এখন আর চিন্তা নেই। সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালেই হাজির ছানি অপারেশনের অত্যাধুনিক পদ্ধতি ফেকো সার্জারি।
advertisement
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চক্ষু বিভাগে চালু হয়েছে এই পরিষেবা। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ফেকো সার্জারি খরচসাপেক্ষ। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে সেই পরিষেবা মিলছে বিনামূল্যেই।
advertisement
হাসপাতাল উদ্বোধনের পর থেকেই বিভিন্ন বিভাগকে ঢেলে সাজিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। এবার নতুন সংযোজন চক্ষু বিভাগের ফেকো সার্জারি।
ছানি অপারেশন মানেই আগে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষকে ছুটতে হত বাইরের জেলায়। অথবা বেসরকারি হাসপাতালের খরচ গুনতে হত। এখন অবশ্য সেদিন ঘুচেছে। খুশি রোগীরাও।
advertisement
চোখের পাতায় অন্ধকার নয়.. ঝাপসা পৃথিবী নয়.. ছানি কাটিয়ে দৃষ্টিশক্তি হচ্ছে উজ্জ্বল.. দু’চোখ ভরে অলি-গলি-রাস্তা-প্রিয়জনকে দেখে নিচ্ছেন সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2018 11:20 AM IST