South Dinajpur News: এপ্রিলের শুরুতেই এমন গরম! বালুরঘাটে দশ বছর আগেও ছিল না! চিন্তায় পরিবেশবিদরা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
এপ্রিলের শুরুতেই এমন উষ্ণতা বালুরঘাটে দশ বছর আগেও ছিল না। কিন্তু ক্রমশ বহুতল আবাসন তথা নগরায়নের জেরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শহরের। ক্রমাগত জলাশয় ভরাটের ফলে জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে বালুরঘাটে।
দক্ষিণ দিনাজপুর: গরমে প্রাণ হাঁসফাঁস অবস্থা। দুপুরে রাস্তায় বেরোলেই চাঁদিফাটা রোদ্দুর। সঙ্গে চোখে-মুখে আগুনের হলকা। বলা যেতেই পারে ‘হিট আইল্যান্ড’ হিসেবে তৈরি হচ্ছে বালুরঘাট শহর। এপ্রিলের শুরুতেই এমন উষ্ণতা বালুরঘাটে দশ বছর আগেও ছিল না। শহরাঞ্চলে বায়ু চলাচলের সুযোগ কমিয়ে দিচ্ছে নগরায়নের বাড়াবাড়ি। সূর্যের তাপ ঢুকছে, কিন্তু সবটা বেরিয়ে যেতে পারছে না। একের পর এক বহুতল মাথাচাড়া দিচ্ছে। থাকছে না দুই বহুতলের ব্যবধান। ফলে সন্ধের পর তাপমাত্রা বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না। ক্রমশ বহুতল আবাসন তথা নগরায়নের জেরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শহরের। অভিযোগ পরিবেশপ্রেমীদের। বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি ক্রমাগত জলাশয় ভরাটের ফলে জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে বালুরঘাটে। যা নিয়ে পরিবেশপ্রেমীরাও যথেষ্ট আতঙ্কিত। এমনকি শহরের উপর দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী খাঁড়ি মজে যাওয়ায় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন, \”কংক্রিট নির্মাণ বৃদ্ধির সঙ্গে বালুরঘাট ‘হিট আইল্যান্ড’ হিসেবে তৈরি হচ্ছে। শহরের চরিত্র বদলে যাচ্ছে। এমন উষ্ণতা বৃদ্ধির ফলে অসুখও বাড়বে। জলাভূমি স্থানীয় উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। জলাভূমির ম্যাপিং জরুরি। একাধিক জলাভূমি ফ্ল্যাট, শপিং মল সহ ব্যবসা-বাণিজ্যের জন্য হারিয়ে গিয়েছে। জলাভূমি প্রতিরোধ আইন অনুযায়ী ব্যক্তিগত জলাশয়ও ভরাট করা যায় না।”
আরও পড়ুন: ‘১৫ নয়, ২৪ টুকরো করব’! স্বামীকে হুমকি, প্রেমিকের সঙ্গে পালাল ৪ সন্তানের মা
শহর থেকে ক্রমশ জলাভূমি উধাও হওয়ার ঘটনা নতুন নয়। একাধিক জলাশয় আবর্জনায় পূর্ণ ও বিপন্ন। এর আগে জলাভূমির তালিকা করে সেগুলো বাঁচানোর আরজি জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।জলাভূমিকে বলা হয় প্রকৃতির কিডনি। শহরকে সুস্থ রাখতে এই কিডনির ভূমিকা অনস্বীকার্য। কিন্তু শহরের অনেক জলাভূমি ধ্বংস হয়ে গিয়েছে। কিছু আবর্জনায় পরিপূর্ণ, নষ্ট হয়ে যেতে বসেছে। তেমনই একটি জলাভূমি শহরের মধ্যে বয়ে যাওয়া আত্রেয়ী খাঁড়ি। যা শহরবাসীর দাবিকে মান্যতা দিয়ে পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এখনও শহরে অন্তত ৩০- ৪০ টি জলাভূমি বেঁচে আছে।
advertisement
advertisement
কিন্তু নেপালি পাড়া,পদ্মপুকুর, বিশ্বাস পাড়া, বঙ্গী, তালপুকুর, কুন্ডু কলোনী, রবীন্দ্র নগর কলোনীর পুকুরগুলি বেহাল। চকভবানি, চৌরঙ্গী এলাকার জলাশয়গুলি সংস্কারের অভাবে কচুরিপানায় ভর্তি। সৃজনী সংঘ – খিদিরপুর সংলগ্ন এলাকার পুকুর দূষণের শিকার। সাড়ে তিন নম্বর এলাকায় অবস্থিত জলাশয়ে কঠিন বর্জ্য ফেলা হয়। জলাশয় যেন আর নেই। আত্রেয়ী খাঁড়ি বা ডাঙ্গা খাঁড়ি দখলে – দূষণে জেরবার। পুরসভা থেকে আবর্জনা না ফেলার আবেদনেও জনগণের সাড়া কম। একাধিক জলাশয় ভরাট করে ফ্ল্যাট গড়ে উঠছে বলে অভিযোগ পরিবেশপ্রেমীদের। তাছাড়াও, নির্বিচারে গাছ কেটে কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে শহরে।বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনের নগরায়নের ফলে গড় তাপমাত্রা আরও বাড়বে। তাপপ্রবাহ বাড়বে। বাড়বে গরমের দিন, উষ্ণ রাতের সংখ্যাও।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 6:37 PM IST