নিয়োগের মেসেজ পেয়েও কাউন্সেলিংয়ের ডাক পেলেন না টেট উত্তীর্ণরা

Last Updated:

অবশেষে পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদ ৷

#আলিপুরদুয়ার:  অবশেষে পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদ ৷ কিন্তু মেধাতালিকা প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হয়েছেন পরীক্ষার্থীরা ৷ আলিপুরদুয়ারে প্রাথমিক স্কুলে চাকুরির জন্য এসএমএস-এর মাধ্যমে ১২জন পরীক্ষা প্রার্থীকে জানানো হয় যে তাদের নাম মেধাতালিকা রয়েছে ৷ এবং তাদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয় ৷ কিন্তু মেসেজ পেলেও তাদেরকে ডাকল না জেলা প্রাথমিক সংসদের আধিকারিকেরা।  ফলে রাত পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে চেয়ার পেতে বসে ছিলেন ১২ জন চাকুরি প্রার্থী।
ফলপ্রকাশের সময় জানানো হয়েছিল নির্বাচিত প্রার্থীদের এসএমএস ও ইমেলের মাধ্যমে কাউন্সেলিং-এর স্থান ও সময় জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ তাহলে এসএমএস পাওয়া সত্ত্বেও কেন তাদের ডাকলেন না আধিকারিকরা ৷
জেলায় নেপালি ভাষায় শিক্ষক নিয়োগের জন্য কাউন্সিলিং এর জন্য জেলা ও জেলার বাইরে থেকে মোট ৩৬ জনকে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ থেকে মেলে ও এস এম এস করে ডেকে পাঠানো হয়। এদিকে জেলায় শিক্ষক নিয়োগের জন্য ২৪ পদ রয়েছে। তা হলে বাকি ১২ জনের কী হবে তাদের কেন ডাকা হল ? তার সদুত্তর দিতে পারেনি জেলা প্রাথমিক সংসদের আধিকারিকেরা।
advertisement
advertisement
আরও পড়ুন:
পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেন , ‘‘ ধাপে ধাপে তালিকা প্রকাশ করব বলেছিলাম ৷ সেটাই আমরা করছি ৷ ’’ তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রাথমিকের ফলপ্রকাশ ওয়েবসাইটে করতে চাইছে পর্ষদ ৷ সভাপতি মানিক ভট্টাচার্য এদিন বলেন, ‘‘ নিরাপত্তার সবুজ সঙ্কেত পেলে ওয়েবসাইটেই প্রাথমিকের ফল প্রকাশ করা হবে ৷ ’’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নিয়োগের মেসেজ পেয়েও কাউন্সেলিংয়ের ডাক পেলেন না টেট উত্তীর্ণরা
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement