ছাত্রকে ক্লাসরুমে রেখেই তালা লাগিয়ে বাড়ি চলে গেলেন শিক্ষক
Last Updated:
উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাহারাইল নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
#উত্তর দিনাজপুর: শিক্ষক দিবসের আগেই শিক্ষকের অমানবিক ছবি। ছাত্রকে ক্লাসরুমে রেখে, তালা লাগিয়ে বাড়ি চলে গেলেন শিক্ষক। দীর্ঘক্ষণ পর তালা ভেঙে ছাত্রকে উদ্ধার করেন গ্রামবাসীরা। উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাহারাইল নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাহারাইল নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়। ছাত্র সংখ্যা মোট ১২০ জন। শিক্ষক পাঁচ জন। প্রধান শিক্ষক স্কুলে না থাকায়, অন্য শিক্ষকরা বেলা আড়াইটে নাগাদ স্কুল ছুটি দিয়ে দেন। সেই সময় ক্লাসরুমে ব্যাগ নিতে ঢোকে চতুর্থ শ্রেনির ছাত্র মাসুদ মহম্মদ। অভিযোগ, অঙ্কের শিক্ষক ওই ছাত্রকে ক্লাসরুমের ভিতর রেখেই বাইরে থেকে তালা লাগিয়ে বাড়ি চলে যান।
advertisement
বাইরে বেরোনোর জন্য চিৎকার করলেও, ফিরে আসেননি শিক্ষক। রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাত্রের চিৎকার শুনতে পান গ্রামবাসীরা। দরজা ভেঙে উদ্ধার করা হয় মাসুদকে। ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
advertisement
শিক্ষক দিবসের সময়ই অমানবিক এই ঘটনায় প্রশ্নের মুখে শিক্ষকদের ভূমিকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2019 9:05 PM IST