সরকারের হস্তক্ষেপে মিটল সমস্যা, কালিপুজোর আগেই বোনাস পেতে চলেছেন চা-শ্রমিকরা
Last Updated:
#দার্জিলিং: রাজ্য সরকারের হস্তক্ষেপে মিটল পাহাড়ের চা-বাগানগুলির বোনাস সমস্যা। ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয়েছে, শ্রমিক সংগঠনগুলির দাবি মতো ২০ শতাংশ হারেই বোনাস দেবে মালিকপক্ষ। কালীপুজোর আগেই দেওয়া হবে বোনাসের ৬০ শতাংশ টাকা। বাকি টাকা দেওয়া হবে নভেম্বরে।
পুজোর আগে থেকেই বোনাসের অঙ্ক নিয়ে দড় কষাকষি চলছিল উত্তরবঙ্গের পাহাড়ের চা-বাগানগুলিতে। শ্রমিকরা ২০ শতাংশ হারে বোনাস চাইলেও, মালিকপক্ষ ১২ শতাংশের বেশি বোনাস দিতে রাজি ছিল না। বোনাস নিয়ে দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধানসূত্র। গত তিরিশে সেপ্টেম্বর শ্রম দফতরের ত্রিপাক্ষিক বৈঠকও ভেস্তে যায়। এই পরিস্থিতিতে পাহাড়ের চা-বাগানগুলিতে অচলাবস্থা তৈরি হয়েছিল। অবশেষে শ্রম দফতরের উদ্যোগে কাটতে চলেছে চা-বাগানগুলির অলচাবস্থা। বৃহস্পতিবার নব মহাকরণে মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করে শ্রম দফতর। বৈঠকে ঠিক হয়,
advertisement
মিটল বোনাস-সমস্যা
advertisement
- শ্রমিকদের দাবি মেনে ২০ শতাংশ হারেই বোনাস দেওয়া হবে
- ২০ অক্টোবরের মধ্য মেটানো হবে বোনাসের ৬০ শতাংশ
- বাকি ৪০ শতাংশ বোনাস দেওয়া হবে নভেম্বরের পর
তবে দু'দফায় বোনাস নিয়ে মালিকপক্ষ রাজি থাকলেও, কিছুটা অখুশি শ্রমিক সংগঠনগুলি। পুজোর আগে থেকেই চা-শ্রমিকদের বোনাস নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়-রাজনীতি। শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আলাদা করে অনশনে বসেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং। এরপরই সমস্যা সমাধানে তৎপর হয়ে ওঠে রাজ্য সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2019 8:01 AM IST