Tea: নিজের পছন্দ মতো চা তৈরি করে পান করুন! সুযোগ দিচ্ছে এই চা বাগান
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Tea: এবার বাগানে বসেই নিজের পছন্দ মতো চা বানাতে পারবেন! এমনকি নিয়ে আসতে পারবেন বাড়িতেও! জানুন বিস্তারিত
আলিপুরদুয়ার: চায়ের প্রতি ভালবাসা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কনকনে ঠান্ডা হোক আর ঝমঝমিয়ে বৃষ্টি, চা ছাড়া কোনটাই পরিপূর্ণ না। একান্তে বা গল্পের ঠেক, চা টা জরুরি। তবে চা নিজের পছন্দ অনুযায়ী তৈরি হলে সোনায় সোহাগা। আর এই সুযোগ এনে দিয়েছে মাঝেরডাবরী চা বাগান।
মাঝেরডাবরী চা বাগানের টি লাউঞ্জ বসে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের চা। চা বাগানের পক্ষ থেকে এর পোশাকি নাম ব্রু ইওর ওন ব্লেন্ড। ফুল থেকে শুরু করে মশলা সব দেওয়া থাকবে আপনার সামনে। আপনার চাহিদা অনুযায়ী সেগুলি ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন চা।ব্লেন্ড তৈরি করে তা প্যাকেটে নিয়েও যেতে পারবেন।এই উদ্যোগ ভারতে প্রথম বলেই জানালেন চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর।
advertisement
advertisement
এমনিতেই মুনলাইট টি, ম্যাংগো টি, ব্লু টি উৎপন্ন করে নিজেদের পরিচয় বাড়িয়েছে এই চা বাগান। ক্রেতাদের চোখের সামনে চা তৈরি করে দেওয়া হবে বলে জানা যায় চা বাগানের পক্ষ থেকে। এই নতুন সংযোজন পর্যটক জেলায় টানবে বলে দাবি ম্যানেজার চিন্ময় ধরের। তিনি জানান, “এই উদ্যোগ ভারতে কোনও চা বাগান নেয়নি।চা প্রেমী মহলে দারুণ সাড়া ফেলবে এই উদ্যোগ।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 10:31 PM IST