Dooars Tour: সিডনি সফরের আনন্দ এ বার ডুয়ার্সে! শীতের ছুটিতে ঘুরে আসুন সামান্য খরচে

Last Updated:

Dooars Tour: কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো। দূর অস্ট্রেলিয়া যেতে না পারলেও তার মজা কিন্তু এখানেই পাবেন। ভাবতেই কিরকম যেন অবাক লাগছে তাই না। লাগতেই পারে, কোথায় কাঙারুদের দেশ যেতে বিশাল খরচ।

+
সিডনি

সিডনি হারবার ব্রিজ তার আদলে এই সেতু 

সুরজিৎ দে, জলপাইগুড়ি : কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো। দূর অস্ট্রেলিয়ায় যেতে না পারলেও তার মজা কিন্তু এখানেই পাবেন। ভাবতেই কী রকম যেন অবাক লাগছে, তাই না! লাগতেই পারে, কোথায় ক্যাঙারুদের দেশ যেতে বিশাল খরচ। সাধ থাকলেও সাধ্য থাকে না অনেকেরই। এ বার এই বাংলাতেই অল্প খরচে পাবেন সেই কাঙারুদের দেশ ঘোরার মজা।
শুনতে অবাক লাগলেও আদতে এটাই সত্যি। সিডনি হারবারের আদলে জলপাইগুড়ি জেলার গজলডোবায় তৈরি হচ্ছে ঝুলন্ত সেতু। ভোরের আলোয় পর্যটকদের স্বাগত জানাতে সেতুটি তৈরি করা হচ্ছে। ভোরের আলো হওয়ার পর এমনিতেই গাজলডোবায় পর্যটকদের আনাগোনা বেড়েছে। উপরন্তু অস্ট্রেলিয়ার সিডনির হারবার সেতুর অনুকরণে তৈরি হওয়া ব্রিজকে নিয়ে ইতিমধ্যেই পর্যটকদের আগ্রহ তৈরি হয়েছে।
এ বার শীতের ট্যুরের প্ল্যান করে থাকলে তাতে আপনি রাখতেই পারেন জলপাইগুড়ির গজলডোবা। এখানে এলেই অস্ট্রেলিয়া ঘোরার আনন্দ তো পাবেনই। সঙ্গে দেখা মিলবে নানা নাম না জানা বিদেশি পরিযায়ী পাখির।রোজই সেতু দেখতে মানুষের ভিড় চোখে পড়ে গজলডোবায়। এখানে ঘুরতে এসে ব্রিজকে পেছনে রেখে সেলফি তোলেন না এমন মানুষ খুব কমই চোখে পড়ে। এখনই রীতিমতো সেলফি জোন হয়ে উঠেছে ব্রিজ সংলগ্ন এলাকা। জানা গিয়েছে, প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে এখানে তৈরি করা হচ্ছে সিডনির বিখ্যাত হারবার সেতু অনুকরণে একটি সেতু। সেতুটি তৈরির কাজ প্রায় শেষের পথে।
advertisement
advertisement
নিঃসন্দেহে বলা-ই যায়, এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থল হতে চলেছে। যা দেখতে দূরদূরান্ত থেকে লোকে ছুটে আসবেন। অনেকেই মনে করছেন এই সেতু উদ্বোধন হলেই বিশ্ব মানচিত্রে উঠে আসবে জলপাইগুড়ির গজলডোবা ভোরের আলো। এতে খুশি স্থানীয় বাসিন্দা-সহ পর্যটন ব্যবসায়ীরাও। ভোরের আলোর পাশ দিয়ে বয়ে চলা তিস্তা ক্যানালের দুটি পাড়কে জুড়তেই এই সেতু তৈরি করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন : আপনি নিরামিষাশাসী? কম খরচে মাছ, মাংস, ডিমের মতোই প্রোটিন পাবেন এই খাবারগুলি থেকে
শুধুমাত্র সেতুটি নয়, এখানে বাড়তি পাওনা এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য। শীতের সময় এখানে পরিযায়ী পাখির আনাগোনা থাকেই। তা দেখতে পর্যটকরা ভিড় জমান এমনিতেই। এবার সেতুর ওপর দাঁড়িয়ে সেই সব পাখি দেখতে আরও মনোরম লাগতে পারে। তার সঙ্গে রয়েছে নৌকায় করে ঘুরে বেড়ানো, মন পসন্দ খাওয়া দাওয়ার সম্ভার। সবমিলিয়ে পর্যটকদের একাধিক আকর্ষণ অনুভব করতে আসতেই হবে এখানে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dooars Tour: সিডনি সফরের আনন্দ এ বার ডুয়ার্সে! শীতের ছুটিতে ঘুরে আসুন সামান্য খরচে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement