Bhai Phonta 2023: ২০০ টাকার মধ‍‍্যে ভাইকে কী উপহার দেবেন ভাবছেন? রইল দারুণ গিফ্টের হদিশ

Last Updated:

উপহার হিসেবে দাদারা বোনদের কিংবা দিদিরা ভাইদের এই গিফট প্যাক তুলে দিলে মন্দ হবে না। ছোট থেকে বড় সব ধরনের মিষ্টির গিফট প্যাক রয়েছে এই দোকানে।

+
মিষ্টির

মিষ্টির এই গিফট প্যাক হতে পারে অন্যতম সুন্দর উপহার

শিলিগুড়ি: ‘ভাইফোঁটা’-তে উলুধ্বনির মধ্যে বোনেরা মন্ত্র পড়ে ফোঁটা দেবে ভাইকে। আর তারপর থাকে উপহার দেওয়া-নেওয়ার পালা। কিন্তু ভাই বা দাদারা অনেক সময় কনফিউসড হয়ে যায় যে এই বিশেষ দিনে বোনকে কী উপহার দেওয়া যায়। সেই সমস্যার সমাধানে বিভিন্ন ধরেনের মিষ্টির গিফট প্যাক বানিয়ে চমক আনলো এই দোকানী। দোকানের বিশেষ বিশেষ মিষ্টিগুলি দিয়ে গিফট প্যাক তৈরি করেছেন তাঁরা। উপহার হিসেবে দাদারা বোনদের কিংবা দিদিরা ভাইদের এই গিফট প্যাক তুলে দিতেই পারে। ছোট থেকে বড় সব ধরনের মিষ্টির গিফট প্যাক রয়েছে তাঁদের দোকানে।
প্রসঙ্গত, শিলিগুড়ি আশিঘর মোড়ের “ঘোষ সুইটস” মিষ্টির জন্য বরাবরই বিখ্যাত। সমস্ত বিশেষ দিনেই তাঁদের মিষ্টির নতুনত্বের জন্যই তারা বিখ্যাত। এ বছরও ভাইফোঁটা স্পেশাল মিষ্টি তৈরি করে শহরবাসীর নজর কাড়লো এই দোকান। মিষ্টিতে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে তা সমস্তই অর্গানিক জিনিস বলে জানিয়েছেন দোকানের কর্ণধার হৃদয় ঘোষ। এই মিষ্টিগুলি খেতে এতটাই সুন্দর সকলে ওই মিষ্টি খেতে সেই দোকানে আসছে। দোকানের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
advertisement
advertisement
দোকানের কর্ণধার স্বপন ঘোষ জানিয়েছেন, “আমরা বরাবরই চেষ্টা করি উৎসবের দিনে স্পেশাল কিছু মিষ্টি তৈরি করার। এবার আমরা ভাইফোঁটা উপলক্ষে সেই স্পেশাল মিষ্টিগুলি গিফট প্যাকের আকারে তৈরি করেছি। ক্ষীর সন্দেশ, রামধনু ললিপপ, চকলেট রোল, কুলফি, ক্ষীর পেয়ারা সহ আরও নানান মিষ্টি রয়েছে আমাদের গিফট প্যাকে। যার দাম ৩০০ টাকা থেকে শুরু হয়ে ৬০০ টাকা পর্যন্ত রয়েছে। লোকে আমাদের এই গিফট গুলি ভীষণ পছন্দ করছে।
advertisement
অন্যদিকে ভাইফোঁটা উপলক্ষ্যে মিষ্টি কিনতে আসা দিপালী রায় জানিয়েছেন , “এই দোকানের মিষ্টি বরাবরই খুব ভাল। এই গিফট প্যাক গুলি অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন তাঁরা। ভাইফোঁটা উপলক্ষ্যে মিষ্টি তো কিনতেই হয়। আমি দু-রকমের মিষ্টি গিফট প্যাক নিলাম। আমার ভাইদের উপহার হিসেবে এই প্যাক তুলে দেব ।”
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bhai Phonta 2023: ২০০ টাকার মধ‍‍্যে ভাইকে কী উপহার দেবেন ভাবছেন? রইল দারুণ গিফ্টের হদিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement