Fruit Juice in Summer: গরমে ওষ্ঠাগত প্রাণে তৃষ্ণার শান্তি ঠান্ডা পানীয়ে চুমুকেই, লক্ষ্মীলাভে হাসিমুখ বিক্রেতাদেরও

Last Updated:

Fruit Juice in Summer: গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, এ সময় ঠান্ডা পানীয় বা জুসে একটুখানি চুমুক—আহ্, কী শান্তি!  

+
ঠান্ডা

ঠান্ডা পানীয়

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর :তীব্র গরমে নাজেহাল জেলাবাসী।গরম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডা পানীয়র চাহিদা। গরমের মরশুমে সাধারণ মানুষের কাছে ঠান্ডা পানীয় অমৃত হয়ে উঠেছে। পাশাপাশি ঠান্ডা পানীয় বিক্রি করে মুখে চওড়া হাসি ঠান্ডা পানীয় বিক্রেতাদের।
গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, এ সময় ঠান্ডা পানীয় বা জুসে একটুখানি চুমুক—আহ্, কী শান্তি! তেজি রোদে শ্রান্ত মানুষের কথা চিন্তা করেই গরমের এ মরসুমে দোকানে ঠান্ডা পানীয় বা জুসের নানা রকম সম্ভার।যেতে আসতে গলা ভিজিয়ে নিচ্ছেন পথ চলতি মানুষ।আর সেটা যদি রঙ বেরঙের টক মিষ্টি শরবত হয়,তাহলে কে পায়!সাময়িক স্বস্তি মিলবে সকলের। এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের হিলি মোড়ে এলাকায়।লস্যি সোডা,সফটি,কোল্ড কফি এছাড়াও রকমারি স্বাদের ঠান্ডা পানীয় ইত্যাদি বিক্রি করতে ব্যস্ত বিক্রেতারা।
advertisement
advertisement
এই গরমে এই সবই যেন অমৃতসমান।  গরমে রাস্তার ধারে বিক্রি হওয়া ঠান্ডা পানীয়ের তুমুল চাহিদাও রয়েছে অনেক।ফলে গরমে অস্বস্তিকর পরিস্থিতি থাকলেও মুখে হাসি ঠান্ডা পানীয়ের বিক্রেতাদের।কিছু উপরি আয়ের আশায় সারা দিন ঠায় দাঁড়িয়ে রয়েছেন।তৃষ্ণার্ত মানুষকে সামান্য স্বস্তি দিয়ে তৃপ্তি পাচ্ছেন বিক্রেতারা।
ডাক্তাররাও পরামর্শ দিচ্ছেন, তীব্র দাবদাহে বেশি করে জল পান করার।রাস্তায় বেরিয়ে বেশিক্ষণ কাজ করার পর গলা ভিজিয়ে নেওয়ার।তাতেই সুস্থ থাকবেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fruit Juice in Summer: গরমে ওষ্ঠাগত প্রাণে তৃষ্ণার শান্তি ঠান্ডা পানীয়ে চুমুকেই, লক্ষ্মীলাভে হাসিমুখ বিক্রেতাদেরও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement