Suman Kanjilal-Sourav Chakraborty: একই মঞ্চে প্রাক্তন-বর্তমান, চোখাচোখি হল, কথা হল কি?

Last Updated:

দু'জনেই নাম নিলেন না একে অপরের। 

আবীর ঘোষাল, আলিপুরদুয়ার: অভিষেকের মঞ্চে শনিবার হাজির আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। মঞ্চে একই সারিতে বসলেন যাঁকে হারিয়ে তিনি বিধায়ক হয়েছেন সেই সৌরভ চক্রবর্তীর থেকে দুটো চেয়ারের ব্যবধান রেখে। চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুমন কাঞ্জিলাল। তাঁর দল বদল নিয়ে তোপ দেগেছিলেন শুভেন্দু অধিকারী।
আলিপুরদুয়ারে সভা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপির উদ্দেশ্যে। এদিন সেই আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রেই সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই দেখা গেল পাশাপাশি সুমন-সৌরভকে ৷ দু’জনেই অবশ্য এদিন তোপ দেগেছেন বিজেপি নেতৃত্বকে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সৌরভ চক্রবর্তী অবশ্য বলেছেন, ‘‘বিজেপি এখানে লোকসভা ও বিধানসভায় মিথ্যা কথা বলেছেন। বিজেপি তাদের নেতা-কর্মীদের ধরে রাখতে পারে না।’’ সৌরভ চক্রবর্তী যখন মাইকে এই সব কথা বলছেন, তখন তার পিছনে কালো চশমা পড়ে বসে সবটাই শুনছিলেন সুমন কাঞ্জিলাল।
advertisement
advertisement
সদ্যই চোখে অপারেশন হয়েছে আলিপুরদুয়ারের বিজেপির প্রতীকে জেতা বিধায়ক সুমন কাঞ্জিলালের। এদিন অবশ্য বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন সুমন কাঞ্জিলাল। তিনি জানিয়েছেন, তিনি যখন বিজেপিতে ছিলেন, তখন তাদের বলা হত কলকাতা থেকে, এলাকায় গিয়ে প্রচার করতে হবে বাংলা ভাগের। আলাদা রাজ্য গঠনের কথা বলতে হবে। তাঁর অভিযোগ, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, বাংলা ভাগের ইস্যু নিয়ে প্রচার করতে নেমে, বাংলা ভাগের সুড়সুড়ি দিয়ে আসলে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলেন ৷ এদিন সুমন-সৌরভ দু’জনের গলাতেই অবশ্য বারবার কেন্দ্রের বঞ্চনা, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এমন অভিযোগ বারবার তোলা হয়েছে।
advertisement
সুমন কাঞ্জিলাল অবশ্য একইসঙ্গে উল্লেখ করেছেন, কলকাতায় এক রকম ও জেলায় এসে আরেকরকমের বক্তব্য তুলে ধরছেন বিজেপি নেতারা ৷ এর বিরুদ্ধে সামনের পঞ্চায়েত ভোট থেকেই জোর লড়াই করতে হবে বলে উল্লেখ করেছেন উভয়েই ৷  তবে এদিন দু'জন পরপর বক্তৃতা রাখলেও, একে অপরের নাম একবারেও মুখে নেননি ৷ দুই মন্ত্রী দুই পাশে বসেই থাকলেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Suman Kanjilal-Sourav Chakraborty: একই মঞ্চে প্রাক্তন-বর্তমান, চোখাচোখি হল, কথা হল কি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement