বিজেপিতে আস্থা জিএনএলএফের, দার্জিলিংয়ে প্রকাশ্য সভায় ঘোষণা সুভাষ ঘিসিংয়ের পুত্রের
- Published by:Arka Deb
Last Updated:
সুভাষ পুত্র সাফ বলছেন, বিজেপির ওপর ভরসা আছে। পাহাড়ের সমস্যার সমাধান করতে পারবে দিল্লিই, কলকাতা নয়।
#দার্জিলিং: দার্জিলিংয়ের মোটর স্ট্যাণ্ডের জনসভায় যোগ দিয়ে বিজেপির ওপর অগাধ আস্থা দেখালেন জিএনএলএফের সভাপতি কথা সুভাষ ঘিষিং পুত্র মন ঘিসিং। সুভাষ পুত্র সাফ বলছেন, বিজেপির ওপর ভরসা আছে। পাহাড়ের সমস্যার সমাধান করতে পারবে দিল্লিই, কলকাতা নয়। তাঁর মত, শীঘ্রই পাহাড় নিয়ে স্থায়ী রাজনৈতিক সমাধান সূত্র বের করবে দিল্লি। এবং তা অবশ্যই সংবিধানের ষষ্ঠ তফসিলের চাইতে কম নয়। ষষ্ঠ তফসিল বা তার চাইতে বেশি গুরুত্ব পাবে পাহাড়, মনে করছেন তিনি। সেইসঙ্গে ১১ জনজাতি গোষ্ঠীর তফসিলি উপজাতির স্বীকৃতিও মিলবে।
এদিন মন বলেন, এই নিয়ে পাহাড়ের পাঁচ দলের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ফের ফেব্রুয়ারিতে দিল্লির সঙ্গে আলোচনা হবে। তবে খুব দ্রুত তা সমস্যার সমাধান করতে হবে।
তিনি সাফ বলেন, একটা আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। তা চলবে। এক্ষুনি হতাশার জায়গা তৈরি হয়নি। দিল্লির ওপর ভরসা রাখতে হবে। সেইসঙ্গে বিনয় তামাং এবং বিমল গুরুং মোর্চার দুই গোষ্ঠীই আসন্ন নির্বাচনে পাহাড়ে কোনো ফ্যাক্টর হবে না। মোর্চার দুই শিবিরই তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়বে।
advertisement
advertisement
কিন্তু এক মঞ্চে এখনও আসেনি দুই পক্ষই। জিএনএলএফ সভাপতি জানান, লোকসভা নির্বাচনে পাহাড়বাসী তা বুঝিয়ে দিয়েছে। এবারেও তাই হবে। ওদের সভায় লোক হচ্ছে, হবে। কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন পড়বে না। পাহাড়ের তিনটি আসনেই তারা অনায়াসে জয় পাবেন মনে করছেন তিনি। বলছেন, আজ দার্জিলিংয়ের সভাতেই পরিষ্কার।
দার্জিলিংয়ের জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বার গলাতেও ছিল একই সুর। জয়ের ব্যাপারে আশাবাদী সুভাষ ঘিসিংয়ের দল। তবে নিজেদের প্রতীক নাকি পদ্ম প্রতীকে লড়বে তারা? জবাবে মন ঘিসিং বলেন, এ নিয়ে এখনও আলোচনা শুরুই হয়নি। আগে দিল্লি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করুক। তবে তাদের আশা, ভালো কিছুই ঘোষণা করবে। যা পাহাড়বাসীর পক্ষেই যাবে।
advertisement
যদিও বিমলপন্থী মোর্চা একে গুরুত্ব দিতেই নারাজ। তাদের দাবী, ভোটের ফলেই সব পরিস্কার হয়ে যাবে। এই ধরনের প্রতিশ্রুতি একাধীকবার তাদের দিয়েছে দিল্লি। স্রেফ প্রতিশ্রুতিই রয়ে গিয়েছে। ভোট এলেই গোর্খাদের কথা মনে পড়ে বিজেপির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2021 11:41 PM IST