#জলপাইগুড়ি: হস্টেলের দাবিতে জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের বক্তব্য ২০১৩ সালে ক্যাম্পাস চালুর প্রথম দিন থেকেই হস্টেল তৈরির দাবি জানিয়ে আসছেন তাঁরা। হস্টেল তৈরির জন্য অর্থ বরাদ্দ হলেও নির্মাণ কাজ শুরু হয়নি। হস্টেল নির্মাণ কাজ শুরুর নিশ্চিত আশ্বাস না মেলা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে ছাত্রছাত্রীরা।