Dhupguri by election: প্রিয় শিক্ষক নির্বাচনের প্রার্থী, কলেজ পড়ুয়ারা নিজে থেকেই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে দুয়ারে-দুয়ারে

Last Updated:

Dhupguri by election: তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রাস্তায় নামলেন তাঁর ছাত্রছাত্রী, সহকর্মীরা। প্রচারকে কটাক্ষ বিরোধীদের। 

প্রফেসর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রাস্তায় নামলেন তাঁর ছাত্রছাত্রী, সহকর্মীরা
প্রফেসর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রাস্তায় নামলেন তাঁর ছাত্রছাত্রী, সহকর্মীরা
ধূপগুড়ি: বিশিষ্ট শিক্ষাবিদ, নিঃস্বার্থ মানুষ’, ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রাস্তায় নামলেন তাঁর ছাত্রছাত্রী, সহকর্মীরা। বিজেপি ও বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে প্রচারে জোর শাসক দলের।
ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রাস্তায় নামলেন তাঁরই ছাত্রছাত্রী ও সহকর্মীরা। এই ভোট প্রচারকদের মতে, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নির্মল চন্দ্র রায়ের একাগ্রতা ও আন্তরিকতা ধূপগুড়িতে অতুলনীয় উন্নয়ন নিয়ে আসবে।
advertisement
advertisement
যে ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাস বিভাগের প্রধান পদে রয়েছেন প্রফেসর রায়, সেই কলেজের ছাত্রীরা বলছেন, নির্মল চন্দ্র রায়ের মতো উচ্চতার একজন মানুষকে রাজনীতিতে প্রবেশ করতে দেখে এবং ধূপগুড়ির মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে দেখে তাঁরা আপ্লুত। সকলের প্রিয় প্রফেসর রায় শুধুমাত্র কলেজের পঠনপাঠন নয়, সেইসঙ্গে, কলেজের প্রশাসন পরিচালনার সঙ্গেও যুক্ত রয়েছেন বলে দাবি ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের।
advertisement
ড. রায়ের অভিভাবকত্বে ধূপগুড়ি গার্লস কলেজ এবং ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি এবং নিত্যনতুন উদ্ভাবনী পদক্ষেপের সাক্ষী থেকেছে। সুকান্ত মহাবিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক অশোক মণ্ডল বলেন, ‘‘ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের সভাপতি প্রফেসর নির্মল চন্দ্র রায় একজন সম্মানীয় শিক্ষাবিদ। তিনি ধূপগুড়ি কলেজে অধ্যাপনা করেন এবং আমরা গর্বিত যে তাঁকে আমাদের প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে পেয়েছি। প্রফেসর রায়কে প্রার্থী হিসাবে পেয়ে ধূপগুড়ির মানুষও গর্বিত। আগামী দিনে তিনি ধূপগুড়িকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাবেন।’’
advertisement
প্রফেসর রায় চারটি বই লিখেছেন। কলেজে ছাত্রছাত্রী ও অধ্যাপক, দুই পক্ষের জন্যই অনুকূল পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। কলেজ পড়ুয়া বিপাশা দত্ত বলেন, ‘‘প্রফেসর রায় ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাস বিভাগের প্রধান। তিনি অত্যন্ত বিনয়ী এবং একজন ভীষণ ভালো মানুষ। স্যারকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দেখে আমরা খুশি। ধূপগুড়ির স্বার্থেই আমরা চাই, তিনি জয়ী হন।’’
advertisement
এক কলেজ পড়ুয়া অর্ধেন্দু চক্রবর্তী বলেন, ‘‘প্রফেসর রায় তাঁর নিঃস্বার্থ মানসিকতা এবং সমাজের উন্নতিকল্পে তাঁর অবদানের জন্য সুপরিচিত। আমরা চাই, তিনি জিতুন এবং ধূপগুড়ির বাসিন্দাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন।’’যদিও শাসক দলের প্রার্থীর এই প্রচারকে কটাক্ষ করেছেন বিরোধীরা।
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri by election: প্রিয় শিক্ষক নির্বাচনের প্রার্থী, কলেজ পড়ুয়ারা নিজে থেকেই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে দুয়ারে-দুয়ারে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement