ছাত্র বিক্ষোভে বোমা-গুলি-লাঠিচার্জ ইসলামপুরে, মৃত ১ প্রাক্তন ছাত্র
Last Updated:
শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্কের জেরে দ্বারিভিটা হাইস্কুলের সামনে উত্তেজনা তৈরি হয়৷ ইসলামপুরে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা৷ পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলেই তুমুল সংঘর্ষ বাঁধে৷
#ইসলামপুর: শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক৷ রণক্ষেত্র হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর৷ গুলিতে মৃত্যু হল রাজেশ সরকার নামে এক আইটিআই ছাত্রের৷ সংঘর্ষের মধ্যে আটকে পড়েছিলেন রাজেশ৷ মৃত ছাত্র ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র৷ ৯ পড়ুয়া ইসলামপুর হাসপাতালে ভরতি৷ সংঘর্ষে আহত কয়েকজন পুলিশকর্মীও৷
শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্কের জেরে দ্বারিভিটা হাইস্কুলের সামনে উত্তেজনা তৈরি হয়৷ ইসলামপুরে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা৷ পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলেই তুমুল সংঘর্ষ বাঁধে৷ পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি শুরু করে পড়ুয়ারা৷ পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেটও ছোড়ে পুলিশ৷ স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভের সূত্রপাত। দ্বারিভিটা হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আন্দোলনে নামে ছাত্ররা। গ্রামবাসীদের অভিযোগ, ছাত্রীদের গায়ে হাত দেয় পুলিশ। শ্লীলতাহানি করারও চেষ্টা করে পুলিশকর্মীরা।
advertisement
সংঘর্ষে বোমা ছোড়ারও অভিযোগ উঠছে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2018 6:01 PM IST