শিক্ষিকার বিরুদ্ধে জাতি বৈষম্যের অভিযোগ, উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

Last Updated:

বিষয়টি নিয়ে ১৭ই মে বিশ্ববিদ্যালয়ের ইসি বৈঠকে আলোচনা হবে। কমিটি যা সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়িত হবে।

#শিলিগুড়ি: বাংলা বিভাগের এক শিক্ষিকার বিরুদ্ধে জাতি বৈষম্যের অভিযোগ পড়ুয়াদের একাংশের। অবিলম্বে ওই শিক্ষিকার বরখাস্তের দাবিতে আজ উপাচার্যের অফিসের সামনে বিক্ষোভ দেখায় ওই পড়ুয়ারা। আর তাঁকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। জোর করে উপাচার্যের চেম্বারে ঢুকতে গেলে পড়ুয়াদের সঙ্গে বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। জখম হন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তারক্ষী গণেশ সন্ন্যাসী এবং উপাচার্যের আপ্তসহায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। গণেশ সন্ন্যাসীকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এরপর পাল্টা আন্দোলনে নামেন আধিকারিক এবং কর্মীদের একাংশ। তাঁরাও অবস্থানে বসেন। চলে দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি। তাঁদের দাবি, অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বহিরাগত পড়ুয়াও ছিল বলে অভিযোগ। দু'পক্ষের অভিযোগ শুনে উপাচার্য জানান, এর আগে এই ধরনের অভিযোগ ওঠেনি। বিষয়টি নিয়ে ১৭ই মে বিশ্ববিদ্যালয়ের ইসি বৈঠকে আলোচনা হবে। কমিটি যা সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়িত হবে। মাটিগাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিক্ষিকার বিরুদ্ধে জাতি বৈষম্যের অভিযোগ, উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement