Malda News: চলছিল পরীক্ষা, হঠাৎ ক্যাম্পাসে ঢুকে ছাত্রীর গলায় চাকু চালালেন প্রাক্তন ছাত্র, তারপর...
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের, নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা, দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন
মালদহ: পরীক্ষা চলছিল বিশ্ববিদ্যালয়ের। বিজ্ঞান ভবনেও চলছিল পরীক্ষা। তারি মাঝে ঘটল দূর্ঘটনা। হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের। ছাত্রীর গলায় চাকু মারার পর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা ওই প্রাক্তন ছাত্রের। ঘটনায় রীতিমতো তোলপাড় মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। হঠাৎ কী কারণে এই ধরনের হামলা তা এখনও জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও জখম যুবককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই দুজনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে জখম ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। প্রাক্তন ছাত্রের নাম অলক মণ্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল। দুজনেরই বাড়ি মালদহ শহরে। এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয় আসেন ওই প্রাক্তনী। প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে। গলায় এলোপাথাড়ি, চাকু মারতে থাকেন। তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের উপরে বসে নিজে নিজের গলায় এলোপাথাড়ি চাকু মারতে থাকেন তিনি। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের।
advertisement
advertisement
দ্রুত অন্যান্য ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঠিক কী কারণে এই ধরনের হামলা তা এখনও পরিষ্কার হয়নি। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে চাকু সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার রাজীব পাতিতুন্ডী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে। একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র যখন হয়েছে বলে শুনেছি। ঠিক কী কারণে ঘটনা তা এখনো জানা যায়নি। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 2:50 PM IST