Stray Dog: ফালাকাটার এই এলাকায় সাবধান! যখন তখন তেড়ে আসতে পারে পথ কুকুর
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
লেপার্ড বা অন্য কোনও বন্যপ্রাণী নয়, রাস্তার কুকুরের আতঙ্কে কাঁপছে ফালাকাটা।সকাল হক আর সন্ধ্যা দল বেঁধে কুকুর ঘুরছে এলাকায়। শুধু ঘুরে বেড়ানোর মধ্যে সীমিত নেই এই দলটি। মানুষ দেখলে তেড়েও আসছে।
আলিপুরদুয়ার: লেপার্ড বা অন্য কোনও বন্যপ্রাণী নয়, রাস্তার কুকুরের আতঙ্কে কাঁপছে ফালাকাটা।সকাল হোক কি সন্ধ্যে দল বেঁধে কুকুর ঘুরছে এলাকায়। শুধু ঘুরে বেড়ানোর মধ্যে সীমিত নেই এই দলটি। মানুষ দেখলে তেড়েও আসছে।
আরও পড়ুনঃ দুধ দেখলেই বাচ্চার বমি পায়? ‘milk-biscuit syndrome’ নেই তো? বকাবকি না করে ডাক্তারের কাছে ছুটুন
কুকুরের দলের আক্রমনে আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম। একদল কুকুর গ্রামের ছাগল ভেঁড়াদের খুবলে খাচ্ছে। একা পেলে গ্রামবাসীদের উপরেও হামলা করছে l ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রামে এখন ঘুরে বেড়াচ্ছে একদল পথ কুকুর। তারা প্রায় প্রতিদিন পাঁচ ছটি করে ছাগল ভেড়া মুরগির উপর হামলা করছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা। কারণ তারা পশুপালন করে তাঁদের জীবিকা নির্বাহ করেন।
advertisement
রমজান আলি নামের এক গ্রামবাসী জানান, “আমরা এখন রাস্তায় একা চলতে ভয় পাই। কারণ একা চললেই এই কুকুরের দলগুলো তাদের ওপর বেশি আক্রমণ করে। হাতে লাঠি নিয়ে চলতে হয়। বাইক ও সাইকেল চালকদের দেখলে আরও পিছু নেয় কুকুরগুলি।”
advertisement
advertisement
একসঙ্গে প্রায় ২৫ থেকে ৩০ টি কুকুর ঘুরে বেরচ্ছে এলাকায়। এলাকাবাসীরা ভয় পাচ্ছে তাঁদের সন্তানদের নিয়ে। আতঙ্ক একটাই যখন স্কুল থেকে তাঁদের সন্তানরা বাড়ি ফেরে বা স্কুল যাওয়ার সময় তাঁদের কোনও ক্ষতি না করে দেয় কুকুরগুলি। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে জানানো হয়েছে।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 22, 2024 3:38 PM IST







