কপালে দুটো চোখ! এ কেমন দেখতে ছাগল! ভিড় জমে গেল এলাকায়
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Weird looking goat- ছোট্ট এক ছাগল ছানাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের ক্রান্তি এলাকায়। জন্ম নেওয়ার পর দেখা যায় ছাগলটিj কপালে দুটো চোখ রয়েছে। ভিড় জমেছে এলাকায়।
জলপাইগুড়ি: অদ্ভুত ধরনের ছোট্ট এক ছাগল ছানাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের ক্রান্তি এলাকায়। জন্ম নেওয়ার পর দেখা যায়, ছাগলটির কপালে মধ্যে দুটো চোখ রয়েছে!
অতি বিরল ঘটনার কথা জানাজানি হতেই ছাগলটিকে দেখার জন্য অসংখ্য মানুষ ছুটে আসছেন। ছোট্ট ছাগলছানাটির চোখ যেমন কপালে রয়েছে, তেমনই জিভটাও স্বাভাবিকের তুলনায় অনেকটাই লম্বা।
আরও পড়ুন- মৌমাছি তাড়াতে গিয়ে বট গাছে লাগল আগুন! নেভাতে হিমশিম দমকল কর্মীদের
কপালে চোখ নিয়ে জন্ম নেওয়া এই ছাগলছানার গল্প এখন লোকের মুখে মুখে ফিরছে। বিরল এই ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটে আসছেন ক্রান্তির পূর্ব ধলাবাড়ি গ্রামে। এই গ্রামটি মূলত বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমুল হকের গ্রাম হিসেবেই পরিচিত।
advertisement
advertisement
সেই গ্রামের বাসিন্দা ফুজলুল হকের বাড়িতে জন্ম নিয়েছে অদ্ভুত দর্শন এই ছাগল শিশু। ছাগলটির মুখের গঠন দেখতে অনেকটা শিম্পাঞ্জিদের মতো। স্থানীয় বাসিন্দা মফিজুল আলম বলেন, ‘এমন ছাগল এর আগে কখনও দেখিনি। ছাগলছানাটির কপালে দুটো চোখ রয়েছে।’
আরও পড়ুন- ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ায় ওলটপালট, আকাশ ফালাফালা করে বিদ্যুতের দাপট, ঝড়-বৃষ্টির দাপট
ছাগলটির মালিক ফুজলুল হক জানান, ‘জন্মানোর পর থেকে এখনও পর্যন্ত সুস্থ রয়েছে ছাগল শিশুটি। আমরা ওকে নিয়মিত দুধ খাওয়াচ্ছি।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 6:41 PM IST