Stampede at a vaccination camp in Dhupguri: ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট অনেকে, ছিঁড়ল কান! চরম বিশৃঙ্খলায় ধুপগুড়িতে আহত ২৬

Last Updated:

দুরামারির চন্দ্রকান্ত হাইস্কুলে করোনার টিকা দেওয়ার শিবিরের আয়োজন করা হয়৷ এ দিন সকাল থেকেই ভ্যাকসিন পাওয়ার আশায় স্কুলের গেটের বাইরে বহু মানুষ ভিড় করেন (Stampede at a vaccination camp in Dhupguri)৷

#ধুপগুড়ি: ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃ্ঙ্খলা জলপাইগুড়ির ধুপগুড়ির দুরামারিতে৷ ভ্যাকসিন নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হলেন অন্তত ২৬ জন৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন৷ পদপিষ্ট হয়ে এবং ধাক্কাধাক্কির জেরে কয়েকজন মহিলাও গুরুতর আহত হয়েছেন৷ ধাক্কাধাক্কির মধ্যে পড়ে বেশ কয়েকজন মহিলার কান ছিঁড়ে রক্ত পড়তে থাকে৷আহতদের উদ্ধার করে প্রথমে দুরামারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে কয়েকজনকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়৷ আহতদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক৷
দুরামারির চন্দ্রকান্ত হাইস্কুলে করোনার টিকা দেওয়ার শিবিরের আয়োজন করা হয়৷ এ দিন সকাল থেকেই ভ্যাকসিন পাওয়ার আশায় স্কুলের গেটের বাইরে বহু মানুষ ভিড় করেন৷ সকাল দশটা নাগাদ গেট খুলতেই সবাই একসঙ্গে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন৷ যার জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়৷ ধাক্কাধাক্কির জেরে পুরুষ, মহিলা অনেকেই মাটিতে পড়ে যান৷ প্রবল ধাক্কাধাক্কিতে তাঁদের উপরেই পড়ে যান অনেকে৷ আবার মাটিতে পড়ে থাকা মানুষকে মাড়িয়েই অনেকে ভিতরে প্রবেশের চেষ্টা করেন৷ ফলে পদপিষ্ট হন বেশ কয়েকজন৷
advertisement
এরই মধ্যে প্রবল ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন মহিলার কান কেটে যায়৷ কয়েক জন মহিলার কানের দুল পরার অংশ ছিঁড়ে গিয়ে গল গল করে রক্ত ঝরতেও দেখা যায়৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রশাসনের গাফিলতির কারণেই এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়৷
advertisement
পদপিষ্ট হওয়ার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন জলপাইগুড়ির পুলিশ সুুপার দেবর্ষি দত্ত৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্কুলে যে ভ্যাকসিনের শিবির হবে স্কুল কর্তৃপক্ষই তা জানত না৷ ফলে সকাল থেকে স্কুলের গেটও বন্ধ ছিল৷ গেটের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে সাধারণ মানুষ অধৈর্য হয়ে ওঠেন৷ গেট খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা৷
advertisement
যদিও জেলা প্রশাসনের তরফে সহকারী জেলাশাসক বিবেক ভাসমে দাবি করেন, ভ্যাকসিন শিবিরের কথা স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল৷ টিকা দেওয়ার জন্যও কুপনও বিলি করা হয়৷ কিন্তু যে সংখ্যক কুপন বিলি করা হয়েছিল, তার থেকে বেশি সংখ্যক মানুষ টিকা নিতে চলে আসেন৷ যার জেরেই বিশৃঙ্খলা তৈরি হয়৷ এ দিনের ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন নবান্নও৷ ভিড় নিয়ন্ত্রণে পুলিশ, প্রশাসনকে আরও উদ্যোগী হতে নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
Rocky Chowdhury
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Stampede at a vaccination camp in Dhupguri: ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট অনেকে, ছিঁড়ল কান! চরম বিশৃঙ্খলায় ধুপগুড়িতে আহত ২৬
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement