Jalpaiguri News: ঘরে ঢুকলেই চাপা কান্না, আচমকা ধরে যাচ্ছে আগুন! জলপাইগুড়িতে ভুতুড়ে কাণ্ড! ভয়ে সিঁটিয়ে সকলে
Last Updated:
Jalpaiguri News: রবিবার রাত থেকে শুরু হয়েছে ভূতের উপদ্রব। ভয়ে পরিবার নিয়ে রাত কাটছে বারান্দায়। আতঙ্কিত পাড়া প্রতিবেশীরাও। ভূত তাড়াতে রাত পাহাড়ায় খোদ কাউন্সিলর। ডেকে নিয়েছেন সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যদের।
জলপাইগুড়ি : শীতের রাতে ভূতের ভয়ে ঘর ছাড়া জলপাইগুড়ি শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের বাসিন্দা দে পরিবার।
রবিবার রাত থেকে শুরু হয়েছে ভূতের উপদ্রব। ভয়ে পরিবার নিয়ে রাত কাটছে বারান্দায়। আতঙ্কিত পাড়া প্রতিবেশীরাও। ভূত তাড়াতে রাত পাহাড়ায় খোদ কাউন্সিলর। ডেকে নিয়েছেন সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যদের।
আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?
কাউন্সিলরের উপস্থিতিতেও ভরসা পাচ্ছেন না দে পরিবারের সদস্যরা। ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন তারা। দে পরিবারের দাবি, ঘরে ঢুকলেই চাপা কান্নার শব্দ। দুমদাম করে পড়ছে ঘরের আসবাবপত্র।
advertisement
advertisement
আরও পড়ুন-ভোর ৩-৪ টের সময় রোজ ঘুম ভাঙছে? শরীর খারাপ না অন্য কিছু! প্রকৃতি কি কোনও ইঙ্গিত দিচ্ছে? জেনে নিন জ্যোতিষীর থেকে
আচমকা আগুন ধরে যাচ্ছে লেপ,কাথা,কম্বলে। সবটাই ভূতের কীর্তি বলে দাবি। যদিও এই দাবি মানতে নারাজ সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য থেকে স্থানীয় কাউন্সিলরের। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ এমন ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে করছেন তারা। (Disclaimer: এই ঘটনা স্থানীয়দের কাছ থেকে তাঁদের কথা শুনে প্রতিক্রিয়া সংগ্রহ করে লেখা৷ এটি News 18 বাংলার নিজস্ব মতামত নয়। কোনওরকম অন্ধবিশ্বাস বা কুসংস্কার News 18 বাংলা সমর্থন বা প্রচার করে না।)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2025 4:21 PM IST










