হাতি-মানুষ সংঘাত এড়াতে বিশেষ উদ্যোগ, পশু হাসপাতাল তৈরিরও ভাবনা

Last Updated:

হাতি বাঁচাতে রাজনৈতিক নেতা, মন্ত্রীদের সহযোগিতা জরুরি ৷

হাতি-মানুষ সংঘাত এড়াতে বিশেষ উদ্যোগ, পশু হাসপাতাল তৈরিরও ভাবনা
হাতি-মানুষ সংঘাত এড়াতে বিশেষ উদ্যোগ, পশু হাসপাতাল তৈরিরও ভাবনা
পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: হাতি এবং মানুষের সংঘাত নতুন কিছু নয়। রসদের সন্ধানে মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে গজরাজ। কখনও একাকী, আবার কখনও বা দল বেঁধে। তছনছ চালায় জঙ্গল ঘেঁষা এলাকায়। হাতি তাড়াতে গিয়ে পদস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সাধারণের। আবার বৈদ্যুতিক তারের স্পর্শেও মৃত্যু হয় বুনো হাতির।
উত্তরবঙ্গের মেচি থেকে সঙ্কোষ, তরাই থেকে ডুয়ার্স এলাকায় এই ছবি প্রায় দৈনন্দিনের ঘটনা। কখনও বা ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনাও ঘটেছে। একেই হাতির সংখ্যা কমছে। হাতি মৃত্যু হলে প্রকৃতির ভারসাম্যের ক্ষতি হবে। ক্ষতি হবে জঙ্গলেরও। কারণ হাতির ওপর বহু বন্যজন্তুর জীবন নির্ভরশীল। হাতি মৃত্যু ঠেকাতে বড় উদ্যোগ নিচ্ছে পশুপ্রেমী সংগঠন সলিটারি নেচার অ্যান্ড অ্যানিমাল প্রোডাকশন ফাউন্ডেশন বা SNAP। তাদের পাশে রয়েছে ভয়েজ ফর এশিয়ান এলিফেন্ট সোসাইটি। মূলত হাতিদের রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণই তাদের কাজ।
advertisement
advertisement
হাতির প্রয়োজনীয়তা কি? এ নিয়ে এদিন দুটি স্বল্প দৈর্ঘ্যের ছবির মধ্য দিয়ে তুলে ধরা হয়। ভয়েজ ফর এশিয়ান এলিফেন্ট সোসাইটির ফাউন্ডিং এক্সিকিউটিভ ডিরেক্টর সঙ্গীতা আইয়ার পুরো বিষয়টি উপস্থাপনা করেন। তিনি বলেন, হাতিদের করিডর নিয়ে ভাবা হচ্ছে। ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে বহু বৈঠক করা হয়েছে। রেল এবং রাজ্যের সংশ্লিষ্ট দফতরের কর্তাদের নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকের আলোচনাই সার। কাজের কাজ কিছু হয়নি। কেননা এখানে সব ক্ষেত্রেই রাজনীতিকরণ। রাজ্য এবং কেন্দ্রের মন্ত্রীদেরও আরও উদ্যোগী নিতে হবে। তাহলেই এই বন্যপ্রাণকে বাঁচানো সম্ভব হবে। পাশাপাশি পশুদের জন্যে হাসপাতাল তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
advertisement
অন্যদিকে SNAP এর ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর কৌস্তভ চৌধুরী বলেন, হাতি এবং মানুষের লড়াই নিয়ে বহু সচেতনতা শিবির করা হয়েছে। কিন্তু অসচেতনতার সেই চেনা ছবি সামনে এসছে। বন দফতরেরও অত্যাধুনিক সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন। বার বার বলার পরও হেলদোল নেই। আগামী দিনে এ নিয়ে আন্দোলনে নামা ছাড়া বিকল্প পথ নেই।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হাতি-মানুষ সংঘাত এড়াতে বিশেষ উদ্যোগ, পশু হাসপাতাল তৈরিরও ভাবনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement