South Dinajpur News: ২ কোটি টাকা জলে! বালুরঘাট পুরসভার কাজকর্মে দুর্গন্ধে জেরবার স্থানীয়রা

Last Updated:

প্রকল্পের ব্যয় ছিল ১ কোটি ৮১ লক্ষ টাকারও বেশি।

+
বিকল

বিকল শ্মশানের বৈদ্যুতিক চুল্লি

দক্ষিণ দিনাজপুর: শ্মশানে বিকল হয়েছে বৈদ্যুতিক চুল্লি। ফলস্বরূপ শবদাহ করার সময় পুরসভার বৈদ্যুতিক চুল্লি থেকে নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ট স্থানীয় বাসিন্দারা। এরপরই বালুরঘাট পুরসভার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা রাত জেগে সকলের গণস্বাক্ষর সংগ্রহ করে বালুরঘাট পুরসভায় তাদের অভিযোগ পত্রটি জমা দেন। জানা গেছে, ২০১৫ সালে এই বৈদ্যুতিক চুল্লি নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের ব্যয় ছিল ১ কোটি ৮১ লক্ষ টাকারও বেশি। কিন্তু প্রকল্প শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই পর্যায়ক্রমে একটি চুল্লি খারাপ থেকেই যায় বলে অভিযোগ।
মাঝে মধ্যেই চুল্লি বিকল হয়ে পড়ে এবং তা মেরামত করে তুলতে সময় যায় অনেকটাই। তখন আবার খোলা আকাশের নীচে দাহ করতে হয় শব। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃতদেহ দাহ করার সময় চিমনী দিয়ে নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে তাঁরা টিকতে পারছেন না। এই সমস্যার কথা বারংবার জানিয়েও কোন লাভ হয়নি। এবার শেষবারের মত প্রচেষ্টা করছেন গণস্বাক্ষর সংগ্রহ করে। তবে, এরপরেও যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মৃতদেহ পুড়ানোই বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
বালুরঘাটের খিদিরপুর শ্মশানে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ টি মৃতদেহ দাহ হয়। শুধু বালুরঘাট শহরই নয়, শহর লাগোয়া আশপাশের গ্রাম থেকেও শব দেহ নিয়ে আসেন এলাকাবাসী। চলতি বছর জুন মাসে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয় করে নতুন করে খুলে দেওয়া হয় বৈদ্যুতিক চুল্লি। তার আগে প্রায় এক বছর বন্ধ রাখা হয়েছিল। তখন পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ২০১৫ সালে যে চুল্লি বসানো হয়েছিল তা আধুনিক মানের ছিল না। যে কারণে মাঝে মাঝেই তা বিকল হয়ে পড়ত। ২০২৪ সালে তাকে নতুন করে মেরামত করে এবং বেশ কিছু যন্ত্রাংশ পরিবর্তন করে ৩৬ লক্ষ টাকা ব্যয় করেছে পুরসভা এবং সেই সময় পুরসভার পক্ষ থেকে দাবি করা হয় এখন থেকে আর সমস্যায় পড়তে হবে না। কিন্তু ৬ মাস যেতে না যেতেই চিমনি থেকে বেরোনো ধোঁয়া ও তার দুর্গন্ধে অতিষ্ট দুটি ওয়ার্ডের বাসিন্দারা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ২ কোটি টাকা জলে! বালুরঘাট পুরসভার কাজকর্মে দুর্গন্ধে জেরবার স্থানীয়রা
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement