South Dinajpur News: পানীয় জল নেবে তাতেও শান্তি নেই! জমা জলে নাজেহাল এই এলাকার মানুষজন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
নিত্যদিনের নরক যন্ত্রণা ভোগ করছেন এলাকাবাসী। বর্ষার বৃষ্টি শেষ হয়েছে বেশ কিছুদিন।
দক্ষিণ দিনাজপুর: অত্যন্ত অস্বাস্থ্যকর পরিস্থিতি বালুরঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের। নিত্যদিনের নরক যন্ত্রণা ভোগ করছেন এলাকাবাসী। বর্ষার বৃষ্টি শেষ হয়েছে বেশ কিছুদিন। কিন্তু দুর্ভাগ্য, এখনও জল নামল না এলাকারগুলি থেকে। জল যন্ত্রণা ভোগ করাটাই যেন তাদের কাছে দিন – পঞ্জিকা। নিত্যদিন ভোগ করছেন চরম এই জল যন্ত্রণা। এলাকাবাসীর জন্য একমাত্র পানীয় জলের কল সেখানেও জল জমে রয়েছে দীর্ঘদিন। যে কল থেকেই স্থানীয় বাসিন্দারা তাদের পানীয় জল সংগ্রহ করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুরে ময়লা জমে থাকলেও তা পরিষ্কার করার কোন উদ্যোগ কেউ গ্রহণ করে না। ব্যক্তি মালিকানায় থাকা এই পুকুর সংস্কার করবে কে? তা নিয়েই টালবাহানা চলছে দীর্ঘ কয়েক বছর। যার ফলে আবর্জনা জমে জমে পুকুর হয়ে উঠেছে ডাম্পিং গ্রাউন্ড। অন্যদিকে এই জঞ্জালের মধ্যেই প্রতিদিন জন্ম নিচ্ছে হাজার হাজার মশা এলাকার বাসিন্দাদের অতিষ্ঠ করে তুলেছে। এমনকি বর্ষারই জমা জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষক থেকে স্কুল পড়ুয়াদের।
advertisement
advertisement
আরও পড়ুন: ঝুলছে জানলা, নীচের অংশ হাওয়া! লক্ষ লক্ষ টাকার বাড়ি-ঘর এইভাবেই হচ্ছে ভ্যানিশ, চিন্তা তো বাড়বেই
এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেছেন, “ডেঙ্গু প্রতিরোধে পুরসভা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে। যেখানে যেমন প্রয়োজন পড়ছে সেখানেই ঝাঁপিয়ে পড়ছে ডেঙ্গু প্রতিরোধ বাহিনী। ১০ নম্বর ওয়ার্ডের সমস্যা রয়েছে এই বিষয়টি তাদের নজরে এসেছে।”
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 07, 2024 4:32 PM IST
