South Dinajpur News: ধূমপানের খরচ বাঁচিয়ে অন্যদের ওষুধ দান! ধূমপান ছাড়ার অভিনব পন্থায় প্রশংসা কুড়িয়ে নিলেন নিতাইবাবু

Last Updated:

ধূমপান ছেড়ে সেই টাকায় সমাজসেবা করছেন নিতাইবাবু

+
ধূমপানের

ধূমপানের বাঁচানো জমানো টাকায় একদিনের রোগী সেবা নিতাই বাবুর 

দক্ষিণ দিনাজপুর: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই সতর্কীকরণ বার্তাটি প্রতিটা নেশার দ্রব্যের গায়ে লেখা থাকে। অথচ তাকে অবজ্ঞা করে ধূমপান করে অনেকেই। এমনই ১৫ বছর আগে অত্যধিক ধূমপান করার ফলে বালুরঘাটের উত্তমাশা এলাকার বাসিন্দা নিতাই সাহার ফুসফুসে সংক্রমণ ঘটেছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণভাবে ধূমপান বন্ধ করতে বলেছিলেন। তারপরেই মৃত্যুমুখ থেকে ফিরে আসেন তিনি। এরপরেই বড়সড় সিদ্ধান্ত নেন নিতাই বাবু।
নিতাই সাহার সিদ্ধান্ত, তাঁর ধূমপান করতে যে টাকা খরচ হয় সেই টাকা সারাবছর জমিয়ে বছরে অন্তত একটা দিন সেই টাকায় রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করবেন। এরপরেই প্রতিবছর তাঁর সাধ্য মত বছরে একদিন হাসপাতালে দাঁড়িয়ে থেকে রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিয়ে থাকেন তিনি।
advertisement
advertisement
এবিষয়ে নিতাই সাহা জানান, দুরারোগ্য অসুখ থেকে বেঁচে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আর ধূমপান করবেন না। সারা বছরে যে টাকার ধূমপান করতেন, সেই টাকা জমিয়ে অসুস্থদের সুস্থ করার চেষ্টা করে যাচ্ছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবশ্য বিগত কয়েক বছর এই রীতিতে কিছুটা পরিবর্তন এনেছেন তিনি। বিগত কয়েক বছরে হাসপাতালগুলিতে ন্যায্যমূল্যের দোকান হয়ে যাওয়ায় এখন তিনি প্রতিবছর জুন মাসের একটা নিদিষ্ট তারিখে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। হাসপাতালে ডাক্তার দেখানোর পর ন্যায্যমূল্যের দোকানে যত রোগী ওষুধ কিনতে আসেন তাদের ওষুধ নেওয়া হয়ে গেলে প্রেসক্রিপশন অনুযায়ী দাম মিটিয়ে দেন নিতাই বাবু। নিতাই বাবুর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে জেলাবাসী সকলেই।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ধূমপানের খরচ বাঁচিয়ে অন্যদের ওষুধ দান! ধূমপান ছাড়ার অভিনব পন্থায় প্রশংসা কুড়িয়ে নিলেন নিতাইবাবু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement